National

আমজনতার সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী

আমেদাবাদের রানিপ এলাকার নিশান হাইস্কুলের ১১৫ নম্বর বুথ। বিধানসভা কেন্দ্র সবরমতি। এখানেই এদিন বেলায় ভোটের লাইনে দেখা মিলল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সাধারণ মানুষের মতই লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি। ভোট দেওয়ার পর হাসি মুখে আঙুলে কালির দাগও দেখান সকলকে।

এদিন শুধু নরেন্দ্র মোদী বলেই নয়, ভোট দেন অনেক তাবড় নেতাই। বিজেপি সভাপতি অমিত শাহ এদিন সকালেই ভোট দেন। সঙ্গে ছিলেন স্ত্রী সোনল ও ছেলে জয় শাহ। আমেদাবাদের নারাণপুরা এলাকার বাসিন্দা অমিত শাহ এদিন যে বুথে ভোটদান করেন সেই বুথেই একসময়ে দলের বুথ ম্যানেজার হিসাবে কাজ করেছেন তিনি। এদিন তিনি সেখানেই ভোট দিলেন দলের প্রধান হিসাবে। আমেদাবাদের ভেজলপুর কেন্দ্রের ভোটার অর্থমন্ত্রী অরুণ জেটলিকে এদিন সকালেই দেখা যায় ভোটের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে। লাইন দিয়েই ভোট দান করেন তিনি।

পাতিদার নেতা হার্দিক প্যাটেল নামটা এখন চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। গুজরাট নির্বাচনে তিনি যে একটা বড় ফ্যাক্টর তা মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। সেই হার্দিক এদিন ভোট দেন আমেদাবাদে তাঁর এলাকা ভিরামগামে। সকালেই ভোটদান পর্ব মিটিয়ে নেন তিনি। কংগ্রেস নেতা শক্তিসিং গোহিল ভোট দান করেন গান্ধীনগরে।

(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ফেসবুক)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *