National

হায়দরাবাদ মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হায়দরাবাদ মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত দেশের খবরের নিউক্লিয়াসে পরিণত হয়েছে হায়দরাবাদ। শহরে একদিকে বসছে গ্লোবাল সামিট। অন্যদিকে শহরে এসেছেন মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। সঙ্গে রয়েছেন একগুচ্ছ মার্কিন শিল্পপতি। ফলে শহর জুড়ে নিরাপত্তার চাদর। মাছি গলার উপায় নেই। তারমধ্যেই প্রধানমন্ত্রীও হাজির শহরে। এক ফাঁকে হায়দরাবাদের মিয়াপুরে মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধনও করলেন তিনি।

আপাতত প্রথম পর্যায়ে মিয়াপুর থেকে নাগোলে পর্যন্ত ৩০ কিলোমিটার পথ অতিক্রম করবে মেট্রো। স্টেশন থাকছে সাকুল্যে ২১টি। আগামী বুধবার থেকেই সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে যাবে মেট্রো। টিকিটের সর্বনিম্ন দাম ১০ টাকা থেকে সর্বোচ্চ দাম ৬০ টাকা। এদিন উদ্বোধনের পর মেট্রোয় কিছুটা পথ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *