National

কেদারনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী, করলেন কেদারপুরীর ভিত্তিপ্রস্তর স্থাপন

চলতি বছরে ২ বার কেদারনাথ মন্দিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে এসেছিলেন শীতের শেষে কেদারনাথ মন্দিরের দরজা খোলার পর। আর এবার এলেন কেদারনাথ মন্দিরের দরজা শীতের জন্য বন্ধ হওয়ার আগে। এদিন সকালে কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে ২০ মিনিট কাটান তিনি। পুজো দেন। প্রথা মেনে মন্দির প্রদক্ষিণও করেন।

২০১৩ সালে ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে কেদারনাথ ধামের আশপাশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবার সেই জায়গা নতুন করে সাজানো শুরু করতে চলেছে সরকার। প্রধানমন্ত্রী নিজে এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন দাবি করেন ২০১৩-র পর ধ্বংস হওয়া কেদারনাথের আশপাশকে সাজিয়ে তোলার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। তখন উত্তরাখণ্ডে কংগ্রেস সরকার ছিল। তারা তাঁকে তখন সে কাজ করতে অনুমতি দেয়নি। কংগ্রেসই আটকে দিয়েছিল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন কেদারপুরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। আপাতত পাঁচটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলি সাজিয়ে তোলার পর আরও কাজ এগোবে। সব মিলিয়ে কেদারধামকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাইছেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের মধ্যে আধুনিক ভারত গড়ার জন্য কেদারনাথের ভোলে বাবা-র কাছে তিনি প্রার্থনা করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *