World

২ সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড, মুক্তির দাবিতে সোচ্চার রাষ্ট্রসংঘও

বিখ্যাত সংবাদ সংস্থা রয়টারের ২ সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল মায়ানমারের একটি আদালত। রাষ্ট্রের গোপনীয়তা আইন ভঙ্গ করার অভিযোগে এই ২ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বেশ কিছু গোপন নথি সংগ্রহ করার সময়ে ঔপনিবেশিক আমলের গোপনীয়তা সংক্রান্ত আইন ভঙ্গ করেছেন। যদিও এই সাজা ঘোষণার পর ২ সাংবাদিক ওয়া লোন ও কেয়া সো উ অবশ্য তেমন বিচলিত নন। তাঁরা নিজেদের নির্দোষ বলেই দাবি করেছেন।

২ সাংবাদিক আদালতকে জানিয়েছেন, উত্তর ইয়াঙ্গুনের একটি রেস্তোরাঁয় ২ পুলিশ কর্মীর কাছ থেকে গোপন নথি সংগ্রহ করার সময়েই তাঁদের ধরে পুলিশ। এদিকে মায়ানমারে এভাবে সাংবাদিকদের ওপর খাঁড়া নেমে আসায় বেশ চাপে পড়েছে নোবেল জয়ী আন সান সু কি-র সরকার। সেই সুকি, যাঁকে দীর্ঘদিন ধরে মায়ানমারের বন্দি থাকতে হয়েছে দেশদ্রোহিতার অপরাধে। এবার সেই সুকির শাসনেই এই ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে সাংবাদিকের স্বাধীনতা নিয়েও। ইতিমধ্যেই ২ সাংবাদিককে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্রেস ফ্রিডম অ্যাডভোকেটস্, ইউরোপিয়ান ইউনিয়ন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *