National

সংকটজনক করুণানিধি, ২৪ ঘণ্টার আগে কিছু বলতে পারছেন না চিকিৎসকেরা

Published by
News Desk

অবস্থা সংকটজনক। ২৪ ঘণ্টার আগে কিছুই বলা যাচ্ছেনা। বয়সজনিত কারণে সমস্যা আরও বেড়েছে। তাই ২৪ ঘণ্টা কাটার পরই পরিস্কার হবে আদৌ তিনি সুস্থ হবেন কিনা। চেন্নাইয়ের হাসপাতাল থেকে এমন কথা জানানোর পর তামিলনাড়ু জুড়েই শুরু হয়েছে করুণানিধির আরোগ্য কামনা করে পুজো। ঈশ্বরের কাছে প্রার্থনা। বহু ডিএমকে সমর্থক তথা করুণানিধির অনুগামী হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন। অনেকের চোখেই জল।

গত ২৮ জুলাই ৯৪ বছরের করুণানিধিকে প্রস্রাবের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাঁর শরীরে জন্ডিসও ধরা পড়েছে। শরীরের সব অঙ্গ ঠিকঠাক কাজও করছে না। ফলে ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির অবস্থা কখনও খুব খারাপ হচ্ছে। কখনও সেখান থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াচ্ছেন। তবে এখন যা পরিস্থিতি তাতে চিকিৎসকেরা আগামী ২৪ ঘণ্টায় তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখে বোঝার চেষ্টা করছেন আদৌ তাঁর আর সুস্থ হয়ে বাড়ি ফেরার আশা আছে কিনা।

Share
Published by
News Desk