National

অতিপ্রবল বৃষ্টিতে জলে ভাসছে বাণিজ্যনগরী

করোনার ধাক্কায় বেসামাল মুম্বইকে আরও বেসামাল করে দিল প্রবল বর্ষণ। শনিবার অতিপ্রবল বৃষ্টির কবলে পড়ল বাণিজ্যনগরী।

মুম্বই : অতিপ্রবল বৃষ্টি যে হবে তা গত শুক্রবারই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। মুম্বই সহ কোঙ্কণ উপকূল এলাকায় কমলা সতর্কতাও জারি করেছিল। শুক্রবারই মুম্বইতে ভারী বৃষ্টি শুরু হয়। তবে তা শনিবার আরও বাড়বে বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। হয়েছেও তাই। মুম্বই জুড়ে শনিবার প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও বাড়ে বিকেলে। ফলে দ্রুত শহর জলের তলায় যেতে থাকে। মুম্বই পুরসভার তরফে শনিবার সকলকে বাড়িতেই থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল।

শনিবার মুম্বই, পালঘর, থানে সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে অতিভারী বৃষ্টি হয়েছে। একদিনে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তার সঙ্গে জোয়ারের জেরে মুম্বই শহরের ধার ঘেঁষা সমুদ্রের ধারেকাছে কাউকে ঘেঁষতে মানা করা হয়। কারণ ঢেউ উত্তাল ছিল। এদিকে সমুদ্রে জোয়ার থাকা মানে মুম্বই শহর থেকে বৃষ্টির জল নামতে না পারা। তার জেরে প্রবল বৃষ্টির হাত ধরে খুব দ্রুত মুম্বই শহরের বহু এলাকা জলের তলায় যেতে থাকে। বিশেষত নিচু এলাকাগুলি।

মুম্বইয়ের হিন্দমাতা, ধারাবি ক্রস রোড, দাদর টিটি, ওয়াডলা, চেম্বুর জলের তলায় চলে যায়। কুরলার অবস্থাও খারাপ। এছাড়া আন্ধেরিতে গত শুক্রবার থেকেই জল। তা আরও বাড়ে শনিবার। অনেক রাস্তায় যান চলাচল করতে পারেনি। তবে একটাই স্বস্তি। শনিবার প্রবল বর্ষণ হলেও রবিবার আর অতটা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *