Entertainment

কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মুকেশ ভাট


‘#মি টু’ নিয়ে বিশ্ব তোলপাড়। এটি এমনই এক প্ল্যাটফর্ম যেখানে যৌন নির্যাতনের কথা প্রকাশ্যে বলা যায়। যৌন হেনস্থার এই ক্যাম্পেনটি মুখোশ খুলে দিয়েছে একের পর এক ক্ষমতাবানের। কখনও ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটারের, তো কখনও প্রযোজক হার্ভে উইনস্টাইনের। এবার এই নিয়ে মুখ খুললেন বলিউডের অন্যতম প্রযোজক মুকেশ ভাট।


একটি সাক্ষাৎকারে মহেশ ভাটের দাদা মুকেশ ভাট ‘কাস্টিং কাউচ’ প্রসঙ্গে বলেন, বলিউডে আকছার এইরকম ঘটনা ঘটে। মেয়েরা নাকি যতটা সাধা সিধে দেখতে ততটাও তাঁরা সরল নন। যুগ বদলাচ্ছে, মেয়েরাও এখন স্বেচ্ছায় শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়ে থাকেন। পুরুষরা এই ধরণের কাজে লিপ্ত থাকলেও কিছু মহিলা কোন অংশে কম যান না। কাস্টিং কাউচ নিয়ে এমনই বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য করেছেন মুকেশ। মুকেশ ভাটের এই মন্তব্য ঘিরে ইন্ডাস্ট্রিতে ঝড় বয়ে যাচ্ছে।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *