Sports
কিংবদন্তী বক্সার মহম্মদ আলির নামে হচ্ছে বিমানবন্দর

বক্সিং দুনিয়ায় বিশ্ব কাঁপানো বক্সার এসেছেন অনেকেই। কিন্তু যদি কেউ মিথ তৈরি করে থাকেন তিনি মহম্মদ আলি। বক্সিং দুনিয়ার সেই কিংবদন্তীর শহর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইভল। ২০১৬ সালে মারা গেছেন মহম্মদ আলি। কিন্তু লুইভল তাঁকে ভোলেনি। তাঁর শহর তাঁকে যোগ্য সম্মান দেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলেছে। শহরের মেয়র জানিয়ে দিয়েছেন শহরের লুইভল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদল করে রাখা হচ্ছে লুইভল মহম্মদ আলি আন্তর্জাতিক বিমানবন্দর।
১৯৪২ সালের ১৭ জানুয়ারি লুইভল শহরে জন্মগ্রহণ করেন মহম্মদ আলি। সেই দিনটিকে সামনে রেখেই এই ঘোষণা। আগামী জুন মাসের মধ্যে বিমানবন্দরের নাম পরিবর্তনের জন্য যাবতীয় কাজকর্ম শেষ হবে। তারপরই আনুষ্ঠানিকভাবে লুইভল বিমানবন্দরের নাম বদলে হয়ে যাবে লুইভল মহম্মদ আলি আন্তর্জাতিক বিমানবন্দর।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)