World

বহাল রইল ফাঁসির সাজা

Motiur Rahman Nizamiশেষ আশাও শেষ। ফাঁসিই হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী হিসাবে মৃত্যুদণ্ড প্রাপ্ত মতিউর রহমান নিজামি-র। এদিন তাঁর ফাঁসির আবেদন খারিজ করার আর্জি নামঞ্জুর করে দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ৭৩ বছরের এই জামাত নেতার বিরুদ্ধে ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ে ধর্ষণ থেকে শুরু করে গণহত্যার অভিযোগ ছিল। সেই অভিযোগ আদালতে প্রমাণ হওয়ার পরই তাঁকে ফাঁসির সাজা দেয় বাংলাদেশ ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল। কিন্তু জানুয়ারিতে সেই সাজা মকুবের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পর শীর্ষ আদালত তা স্থগিতের নির্দেশ দিয়েছিল। এদিন মতিউরের সেই আর্জি খারিজ করে দিল তারা। নিজামির আইনজীবী জানিয়েছেন, আইনি পথে ফাঁসি রোখার সব আশা শেষ। এখন দেশের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন জানাতে চাইলে তা করতে পারেন নিজামি। এদিন সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা বলবত রাখার কথা জানানোর পরই ঢাকার রাস্তায় উৎসব শুরু হয়ে যায়। তবে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। এদিকে এই নির্দেশের প্রতিবাদে আগামী রবিবার বাংলাদেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে জামাত।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *