
সব প্রতীক্ষার অবসান। অবশেষে সন্ত হিসাবে স্বীকৃতি পেলেন মাদার টেরিজা। রবিবার রোমের ভ্যাটিকান সিটিতে মাদারকে সন্ত হিসাবে ঘোষণা করেন পোপ ফ্রান্সিস। মাদারকে সন্ত হিসাবে ঘোষণার ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে হাজির ছিলেন হাজার হাজার মানুষ। বিভিন্ন দেশ থেকে তাঁরা হাজির হয়েছিলেন সেন্ট পিটারস স্কোয়ারে। মেঘমুক্ত নীল আকাশ। ঝলমলে রোদ। তার নিচেই বসে কয়েক হাজার মানুষের প্রার্থনা বদলে দিল গোটা পরিবেশ। মায়াময় পরিবেশকে আরও মোহময় করে তুলেছিল কয়েক শো সন্ন্যাসিনীর সুরেলা প্রার্থনা। কলকাতার মাদার টেরিজাকে সন্ত হিসাবে ঘোষণার মুহুর্তের সাক্ষী হতে এদিন সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছিল সেন্ট পিটারস স্কোয়ারে। মাদার টেরিজার ছবিকে সুন্দর করে সাজানো হয়েছিল ভ্যাটিকানে। সময় যত কাছে এসেছে, ততই মানুষের ভিড় কানায় কানায় পূর্ণ করে তুলেছে গোটা চত্বর। তারপর এল সেই মাহেন্দ্রক্ষণ। পোপ ফ্রান্সিস সকলের সামনে প্রথা মেনে কলকাতার মাদার টেরিজাকে সন্ত হিসাবে ঘোষণা করলেন। জানিয়ে দিলেন সন্তদের তালিকায় এবার থেকে যুক্ত হলেন কলকাতার মাদার।