World

আছড়ে পড়ল ‘মাদার অব অল বম্বস’, ধূলিসাৎ আইএস ঘাঁটি

আফগানিস্তানের আইএস ঘাঁটিতে সবচেয়ে বড় অ-পারমানবিক বোমা নিক্ষেপ করল মার্কিন সেনা। ‘মাদার অব অল বম্বস’ নামে এই অতিকায় বোমাটি লম্বায় ৩০ ফুট আর ওজন ১১ টন। আফগানিস্তানের নানগরহার প্রদেশের আচিন জেলায় একটি আইএস ঘাঁটির খবর পায় মার্কিন সেনা। ফাঁকা রুক্ষ প্রান্তরে এই আইএস ঘাঁটি লক্ষ করে উড়ে আসে মার্কিন যুদ্ধবিমান এমসি-১৩০। তাতেই ছিল বিশ্বের সবচেয়ে বড় অ-পারমানবিক বোমাটি। একেবারে টার্গেটে নিক্ষেপ করা হয় বোমাটি। ঝলসে ওঠে চারদিক। দানবীয় বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। গুঁড়িয়ে যায় আইএস দানেশ শাখার গোপন ঘাঁটি। আফগান প্রশাসনের দাবি, এই ঘটনায় ৩৬ জন আইএস জঙ্গি প্রাণ হারিয়েছে। এই অভিযানকে সফল অভিযান বলে ব্যাখ্যা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *