গুহায় পাওয়া গেল ৮ লক্ষ বছর পুরনো জীবাশ্ম, বদলাবে মানববিবর্তনের ইতিহাস
একটা গুহা। তারমধ্যে থেকে উদ্ধার হল প্রায় ৮ লক্ষ বছর পুরনো জীবাশ্ম। যা মানববিবর্তন সম্বন্ধে বিজ্ঞানীদের এতদিনের ধারনাই বদলে দিল।
মানুষ এল কীভাবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আদিম মানুষ, বনমানুষের তত্ত্ব সামনে আসে। ক্রমে বর্তমানে যে মানুষকে দেখতে পাওয়া যায় তারা হোমো স্যাপিয়েন্স গোষ্ঠীভুক্ত। তবে এই হোমো স্যাপিয়েন্স একদিনে তৈরি হয়নি। ক্রমশ বিবর্তনের মধ্যে দিয়ে বর্তমান মানুষের উদ্বর্তন।
তবে এতদিন মানুষের আদি সম্বন্ধে যে ধারনা এবং তার বিবর্তনের যে ধারনা বিজ্ঞানীরা করতেন, তা বদলে দিল একটি গুহা। মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের কাছে গ্রোতে আ হোমিনিডস নামে একটি গুহায় এমন জীবাশ্ম উদ্ধার হয়েছে যা সব প্রচলিত ধারনা বদলে দিয়েছে।
৭ লক্ষ ৭৩ হাজার বছর পুরনো আদি মানবের জীবাশ্ম উদ্ধার হয়েছে সেখান থেকে। যেখানে এমন দাঁত পাওয়া গেছে যা বিজ্ঞানীদের অবাক করেছে। এ জীবাশ্ম হোমিনিন্স বা হোমিনিনি প্রজাতির আদি মানবের বলে নিশ্চিত বিজ্ঞানীরা।
এই গুহা এবং তার আশপাশের এলাকা অনেকদিন ধরেই আদিম যুগের ইতিহাসের নানা স্বাক্ষর বহন করে। এবার যা পাওয়া গেল তা অনেক আবিষ্কারকে ছাপিয়ে গেল।
নেচার পত্রিকায় এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। যেখানে কাসাব্লাঙ্কার এই গুহায় পাওয়া দাঁত ও অন্য জীবাশ্মের অংশ মানববিবর্তনের ইতিহাস বদলের ইঙ্গিত দিল।
এখানে নানা বয়সের হোমিনিন্সদের দাঁত, চোয়ালের হাড়, মেরুদণ্ডের জীবাশ্ম পাওয়া গিয়েছে। যা বিজ্ঞানীদের নতুন দিশার সন্ধান দিল। এতদিন ৩ লক্ষ বছর আগের জীবাশ্মকে হোমো স্যাপিয়েন্সদের আদিতম জীবাশ্মের উদাহরণ হিসাবে ধরে নেওয়া হত। কিন্তু এবার যা পাওয়া গেল তা তার চেয়ে অনেক বেশি পুরনো।
২ জায়গার জীবাশ্মের কিছু ফারাক আছে। মরক্কোর গুহা থেকে উদ্ধার হওয়া জীবাশ্ম আধুনিক মানুষ এবং আদি মানবের মিশ্রণের উদাহরণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।



