World

খরা কবলিত মরক্কোয় দেশবাসীকে বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বললেন রাজা

খোদ প্রশাসনই এবার ঈশ্বরের শরণাপন্ন। মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ গত শুক্রবার দেশবাসীকে বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানানোর আহ্বান জানিয়েছেন। খরা জর্জরিত মরক্কোর মাটিকে বৃষ্টির জলে সিক্ত করতে পারেন একমাত্র ঈশ্বর। তাই দেশের সব মানুষ বৃষ্টির জন্য প্রার্থনা শুরু করুন। রাজার এই আহ্বানের পর প্রশাসনের তরফে প্রয়োজনীয় নির্দেশ পৌঁছয় দেশের সব মসজিদে।

গত কয়েকবছর ধরেই খরার গ্রাসে মরক্কো। পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না। দেশের কৃষিকাজ লাটে ওঠার জোগাড়। ফাটা মাটিতে ফসলের কোনও সম্ভাবনাই নেই। ফলে খাদ্যাভাব ক্রমশ চরমে উঠছে। দেশের ৪০ শতাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল। তাঁদেরও মাথায় হাত। গত মাসে খরা কবলিত মরক্কোয় সরকারের তরফে খাদ্য বিলি চলছিল। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৫ জনের। বৃষ্টি না হওয়ায় ক্রমশ শুকিয়ে যাচ্ছে আফ্রিকার এই দেশ। এই অবস্থায় গোটা দেশই এখন রাজার আহ্বানে সাড়া দিয়ে ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা শুরু করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *