Entertainment

টপলেস ছবিতে ইন্টারনেটে আগুন ধরালেন মোনিকা

Published by
News Desk

‘রক অন’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে তাঁকে দর্শকরা প্রথম দেখেন ‘ধোবি ঘাট’ সিনেমায়। তিনি মোনিকা ডোগরা। তবে তাঁর পরিচিতি কেবল সিনেমায় অভিনয় বা বিভিন্ন শো-তে তাঁর উজ্জ্বল উপস্থিতিতেই নয়। তিনি একজন প্রথমসারির গায়িকাও। তাঁর গানের গলা নিয়ে দেশ জুড়েই চর্চা হয়েছে।

এমনই বহুমুখী প্রতিভার অধিকারী মোনিকা ডোগরা সোশ্যাল সাইটে নিয়মিত নিজের ছবি পোস্ট করে থাকেন। ফলে তাঁর ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। এবার তাঁর অনুরাগীদের রাতের ঘুম কেড়ে নিলেন মোনিকা। তাঁর পোস্ট করা টপলেস ছবি আগুনের মত ছড়াচ্ছে ইন্টারনেটে। মিষ্টি হাসিতে তাঁর শরীরী আবেদনে কার্যত কুপোকাত সকলে। রঙিন ও সাদা-কালো। টপলেস অবস্থায় ২ ধরণের ছবিই পোস্ট করেছেন তিনি। সুন্দরী মোনিকার টপলেস ছবি থেকে চোখ ফেরাতে পারছেননা অনেকেই।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk