মোবাইল ফোনের যুগে কেন্দ্রের নতুন উপহার সঞ্চার সাথী
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন সঞ্চার সাথীর। মোবাইল ফোন নির্ভর এই যুগে যা অবশ্যই একটা উপহার। হিন্দি সহ ২১টি ভাষায় পাওয়া যাবে সঞ্চার সাথী।

ফোন হারিয়ে গেলে বা চুরি গেলে সেই ফোনটিকে তখনই ব্লক করতে হয়। এটা একটা প্রয়োজন ও অবশ্য কর্তব্য। আবার এমনও হতে পারে যে ফোনে সন্দেহজনক ফোন আসছে। এমন ফোন সম্বন্ধে রিপোর্ট করতে বা হারানো বা চুরি যাওয়া ফোন ব্লক করতে এই সঞ্চার সাথী কাজে আসবে।
আবার ভুয়ো মোবাইল সংযোগ চিহ্নিতও করা যাবে এই সঞ্চার সাথী দিয়ে। এমনকি খতিয়ান বলছে এটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মানুষকে ঠকানোর জন্য ওত পাতা ১ কোটি ৩৫ লক্ষ বিদেশি ফোন কল রুখে দিয়েছে।
সঞ্চার সাথী অ্যাপটি গত জানুয়ারি মাসেই আত্মপ্রকাশ করে। যার আনুষ্ঠানিক উদ্বোধন এবং হিন্দি ও ২১টি ভাষায় তার সহজলভ্যতা কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে সক্রিয় হল। হিন্দি সহ ২১টি আঞ্চলিক ভাষায় এই অ্যাপটি পাওয়া যাবে।
সঞ্চার সাথী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা চালিত। ফলে ভুয়ো কাগজপত্র দিয়ে যদি কেউ মোবাইল সংযোগ নিয়ে থাকেন তাহলে তা অনায়াসেই ধরা পড়ে যাবে। আবার ফোনে আর্থিক জালিয়াতির চক্র ফাঁদ পেতে বসে থাকে। তেমন ফোন চিহ্নিত করতেও পারবে এই অ্যাপ।
ভারতের টেলিকম সুরক্ষাকে অনেকটাই নিশ্চিত করতে সঞ্চার সাথী অ্যাপ আগামী দিনে কার্যকরি ভূমিকা নেবে বলেই আশাবাদী কেন্দ্র। যা আখেরে দেশের সাধারণ মানুষকেই সুরক্ষিত করবে।
তাঁদের নানা প্রতারণার হাত থেকে বাঁচাবে। টেলিকম সম্পর্কিত সাইবার প্রতারণা সামাল দিতে সঞ্চার সাথী অ্যাপ নিয়ে যথেষ্ট আশাবাদী কেন্দ্রীয় সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা