SciTech

আরও কড়া অবস্থান, ৪৭টি চিনা অ্যাপ বন্ধ করল সরকার

আগেই ৫৯টি চিনা অ্যাপ বন্ধ করে দিয়েছে সরকার। এবার ভারতে ব্যবহার বন্ধ হল আরও ৪৭টি চিনা অ্যাপের।

নয়াদিল্লি : মুঠোফোনের জগতে অ্যাপ ছাড়া গতি নেই। এতদিন অনেকেই অনেক অ্যাপ ব্যবহার করেছেন। কিন্তু জানতেনও না তা কোথাকার। চিনের যে এতগুলি অ্যাপ ভারতীয়রা দিনরাত ব্যাবহার করতেন তা তাঁর জানলেনই লাদাখে ভারত ও চিনের মধ্যে তৈরি হওয়া অচলাবস্থায়। চিনা সেনার লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের হত্যা এবং ভারতীয় ভূখণ্ড দখলের মরিয়া চেষ্টা ভারত যে মুখ বুজে মেনে নেবে না তা পরিস্কার করে দিয়েছে দিল্লি। এবার চিনের অ্যাপের ব্যবসায় বড় ধাক্কা দিয়ে দিল ভারত।

আগেই চিনের ৫৯টি অ্যাপ ভারতে নিষিদ্ধ করে দিয়েছিল ভারত সরকার। এসব অ্যাপকে কাজে লাগিয়ে নজরদারি ও তথ্য চুরির অভিযোগও উঠেছিল। এবার চিনের আরও ৪৭টি অ্যাপ এ দেশে বন্ধ হল। বন্ধ করল ভারত সরকার। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই অ্যাপগুলি আদপে আগে যে ৫৯টি অ্যাপ বন্ধ করা হয়েছিল তারই ক্লোন। একই কাজ, কিন্তু নাম আলাদা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এটা চিনের জন্য ফের একটা বড় ধাক্কা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ধাক্কা যে কতটা তা বোঝা গিয়েছে এক টিকটককে দিয়েই। টিকটক অ্যাপ ভারতের বাজার হারাতে না চেয়ে চিনের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করার কথা প্রকাশ্যে জানিয়েছিল। তাদের অফিসও সরাতে চেয়েছিল। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে আত্মনির্ভর ভারত গড়তে চিনের অ্যাপগুলির ভারতীয় ভার্সন তৈরির চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *