ট্রাক উল্টে যেতেই ফাঁকা হয়ে গেল চত্বর, যে যেদিকে পারলেন পালালেন
মানুষ কি এখন এতটাই স্বার্থপর হয়ে গেছেন যে রাস্তায় একটা ট্রাক উল্টে যেতে দেখেও পালালেন। পালালেন ঠিকই, তবে কারণটা একেবারেই স্বার্থপরতা নয়।
হাইওয়ে ধরে ট্রাক ছুটে চলা নতুন কিছু নয়। এমনই একটি ট্রাক ছুটছিল রাস্তা ধরে। ১৮ চাকার ট্রাকটি বেশ বড়। সেই ট্রাক নিয়ন্ত্রণ হারায়। চালকের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ট্রাকটি উল্টে যায় রাস্তার ওপর। এমন ঘটনা ঘটলে পুলিশেরও আগে ছুটে আসেন আশপাশের মানুষজন।
উদ্ধারের চেষ্টা করেন ট্রাকে থাকা চালক সহ অন্য সকলকে। কিন্তু এক্ষেত্রে তেমনটা হল না। বরং যে যেদিকে পারলেন ছুট দিলেন। এখানে মনে হতেই পারে মানুষ অত্যন্ত স্বার্থপর হয়ে গেছে! কিন্তু বাস্তবটা একেবারেই তা নয়। তাঁদের পালানোও অহেতুক নয়। যে কেউ সেটাই করতেন।
ওই ট্রাকে করে মৌমাছি যাচ্ছিল। মৌমাছির চাষ সম্বন্ধে অনেকেই জানেন। মধুর জন্য মৌমাছি চাষ নানা দেশে হয়ে থাকে। এক্ষেত্রে মৌমাছি গাছে চাক বানায় না। তাদের চাক তৈরি করার জন্য বিশেষ জায়গা দেওয়া হয়। তার মধ্যে তৈরি হয় চাক।
সেখানে লক্ষ লক্ষ মৌমাছি ভোঁ ভোঁ করতে থাকে। ট্রাক উল্টে যাওয়ায় সেই মৌমাছির চাকে ভরা বাক্সগুলি রাস্তায় পড়ে যায়। আর তা থেকে মৌমাছিরা বেড়িয়ে চারপাশে ছড়িয়ে পড়ে।
ধারেকাছে গেলে মৌমাছির ঝাঁক যদি হুল ফোটাতে শুরু করে, তাঁদের আক্রমণ করে তাই আর ঝুঁকি না নিয়ে মানুষজন পালাতে শুরু করেন। ঘটনাটি ঘটেছে আমেরিকার মিসিসিপি হাইওয়েতে।
যে মৌমাছি চাষের সঙ্গে যুক্ত সংস্থার ওই মৌচাকে ভরা বাক্সগুলি যাচ্ছিল, তাদের খবর দেয় পুলিশ। মৌমাছি চাষের সঙ্গে যুক্ত দক্ষ কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে দীর্ঘ সময়ের চেষ্টায় ছড়িয়ে পড়া মৌমাছিদের ফের ফিরিয়ে আনেন মৌচাকের বাক্সগুলিতে। হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয় মানুষজন।