World

বাড়িতে আগুন লাগিয়ে দিল একটি পাখির বাসা

পাখির বাসা। পাখিদের শান্তির বাসস্থান। সেখানে তারা বংশবৃদ্ধি করে। নিজেরা সময় কাটায়। সেই নিরীহ পাখির বাসাই এবার আগুন লাগিয়ে দিল একটি বাড়িতে।

পাখিরা অতি যত্ন করে একটি একটি করে ডালপালা ও অন্যান্য সামগ্রি জোগাড় করে অনেক দিনের পরিশ্রমে তাদের জন্য একটি বাসা বানায়। বাবুইয়ের মত অনেক পাখির বাসা একটা বিরল শিল্পও বটে।

সেই পাখির বাসা যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে নজর রাখে মানুষ। কারণ সেটা শুধু পাখিদের বাসাই নয়, সেখানেই তারা ডিম পাড়ে। পক্ষীশাবকদের প্রতিপালন করে বড় করে।

সেই পাখির বাসার মত নিরীহ একটি জিনিস যে এমন অগ্নিকাণ্ড ঘটাবে তা বোধহয় কেউ ভাবতেও পারেননি। ঘটনাটি একটি বাড়ির রান্নাঘরের। সেই রান্নাঘরে যে এক্সস্ট ফ্যানটি রয়েছে তার খাঁজেই বাসা বেঁধেছিল কোনও পাখি।

সেই বাসা অনেকদিন ধরেই সেখানে রয়েছে। কারও নজরে পড়েনি। এদিকে বাসাটি এক্সস্ট ফ্যানের খাঁজে তৈরি হওয়ায় তাতে অনেকদিন ধরেই রান্নার তেল জমেছিল। ফলে বাসাটি ক্রমে জ্বলনশীল হয়ে উঠেছিল। তারপর কোনও কারণে অতি গরমে সেটি জ্বলে ওঠে। তা থেকেই আগুন। যা ছড়িয়ে পড়ে রান্নাঘরে।

দ্রুত দমকলবাহিনী পদক্ষেপ করে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্ষয়ক্ষতি হলেও তা বড় কিছু নয়। কিন্তু এটা একটা শিক্ষা হিসাবেই নিচ্ছে মিশিগানের দমকল বিভাগ। তারা সোশ্যাল মিডিয়া মারফত সকলকে বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

দমকলের তরফ থেকে সতর্ক করে জানানো হয়েছে প্রতিটি পরিবারেরই উচিত তাদের রান্নাঘরের এক্সস্টের আশপাশ পরীক্ষা করা। যাতে সেখানে এমন কিছু সবার অলক্ষ্যে তৈরি না হতে পারে। এছাড়া এক্সস্টের ধোঁয়া বার হওয়ার জায়গাটি ঢাকা দেওয়ারও পরামর্শ দিয়েছে দমকল বিভাগ। যাতে সেখানে কোনও পশুপাখি ঢুকে পড়তে না পারে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *