World

এআই কাজে লাগিয়ে ৮৮ লক্ষ টাকা পকেটে পুরলেন এক মহিলা

এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার রাতারাতি ৮৮ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন এক মহিলা।

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন জীবনের নানা স্তরে ছড়িয়ে পড়ছে, তেমনই তার কার্যকারিতা নিয়ে এখনও নানা প্রশ্ন আছে। তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করার সময় এখনও আসেনি বলেই মনে করেন অনেকে।

আপাতত কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নানাভাবে কিছুটা সাহায্য করতে পারে বলেই ধারনা। তবে সে যে লটারিও পাইয়ে দিতে পারে তা বোধহয় কারও জানা ছিলনা। মিশিগানের বাসিন্দা এক মহিলার ক্ষেত্রে কিন্তু সেটাই হল।

তাঁর দেশে পাওয়ারবল নামে একটি লটারি হয়। যা অনলাইনে হয়ে থাকে। সেই লটারির টিকিট কাটার সময় এআই প্রোগ্রাম চ্যাটজিপিটি-র সাহায্য নেন ওই মধ্যবয়সী মহিলা।

তিনি চ্যাটজিপিটি-র কাছে জানতে চান কোন নম্বরের টিকিট তিনি কিনবেন। ওই এআই প্রোগ্রাম তাঁকে যে নম্বরটি তৈরি করে দেয় সেটাই টিকিট হিসাবে নেন তিনি।

ফলাফল প্রকাশ হলে ওই মহিলা জানতে পারেন তিনি ৫০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ টাকার মত জিতেছেন। কিন্তু যখন তিনি ওই লটারি সংস্থার ওয়েবসাইট দেখতে যান তখন দেখেন তিনি আসলে ১ লক্ষ ডলার জিতেছেন। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা।

এর কারণ তিনি পাওয়ার প্লে অপশনটি নিয়েছিলেন টিকিট কাটার সময়। বিষয় যাই হোক, একটা এআই প্রোগ্রাম যে নম্বরের সেট তৈরি করে দিয়েছিল, তা মিলিয়ে লটারির টিকিট কেটে এভাবে বিশাল অঙ্ক জিতে নেওয়ার ঘটনা অনেককেই অবাক করে দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *