SciTech

সমুদ্রের জলে মিশে আছে বিপুল সোনার ভান্ডার, সমুদ্রের ১ লিটার জলেও থাকে সোনা

সমুদ্রের ১ লিটার জলেও সোনা পাওয়া যায়। তাহলে অনুমেয় যে সমুদ্রের অনন্ত জলরাশিতে কত সোনা মিশে রয়েছে। পরিমাণ জানলে চমকে উঠতে হয়।

দিঘা থেকে পুরী হোক বা কেরালা, গোয়া, মুম্বইয়ের সমুদ্র, সমুদ্রের জলে স্নান করেন অনেকেই। তাঁরা কি জানেন যে ঢেউয়ের তালে তাঁরা গা ভেজাচ্ছেন, সমুদ্র স্নানে আনন্দ উপভোগ করছেন, সেই জল এসে তাঁদের গায়ে লাগা মানে সোনাও গায়ে মাখছে।

কারণ বিজ্ঞানীরা দেখেছেন সমুদ্রের প্রতি ১ লিটার জলেও সোনা মিশে থাকে। সেখানে পৃথিবীর ৭০ শতাংশই তো সমুদ্র। তাহলে কত সোনা! ভাবলেই মাথা ঘুরে যেতে পারে।

সমুদ্রের জল থেকে পুরো সোনাটা যদি বার করে নেওয়া যায় তাহলে তো পৃথিবীর অনেক কিছুই সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া যাবে! সেটা জানার পরও কেন সমুদ্রের জলে মিশে থাকা সোনা বার করে নেওয়া হচ্ছেনা? প্রশ্নটা মনে আসতেই পারে।

বিজ্ঞানীরা বলছেন হিসাব বলছে সমুদ্রের জলে ২ কোটি টন সোনা মিশে আছে। ২ কোটি টন সোনা মানে অনুমেয় যে তার পরিমাণ কতটা! কিন্তু সমুদ্রের জল থেকে সোনা বার করা অত্যন্ত জটিল এক প্রক্রিয়া। সে প্রক্রিয়ায় সোনা বার করা সহজ কথা নয়।

তা বার করার জন্য বিপুল খরচও হবে। সমুদ্রের জলে অনেক ধরনের খনিজ মিশে থাকে। তার একটি সোনাও। তা আলাদা করে বার করে নিতে জটিল প্রক্রিয়ার সাহায্য নিতে হয়।

সেভাবে তাই সমুদ্রের জলে মিশে থাকা সোনা বার করা কার্যত অসম্ভব। এমনকি বিজ্ঞানীরা জানাচ্ছেন সমুদ্রের তলার মাটির তলায়ও প্রচুর সোনা রয়েছে। কিন্তু সেখানে খনি তৈরি করে সোনা বার করা এই মুহুর্তে সম্ভব হবেনা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *