World

২৫টি গাড়ির কাচ ভাঙা, কে করছে কেন করেছে সব জানা গেল, শুধু ধরা গেলনা

প্রথমে বিষয়টি বোঝা যাচ্ছিল না। তবে একজন কে করছে সেটা দেখে ফেলেন। তারপরই ২৫টির ওপর গাড়ির কাচ এভাবে কে তছনছ করেছে, কেন করেছে সব জানা গেল।

কোনও গাড়ির সাইড ভিউ মিরর ভাঙা। কোনও গাড়ির জানালার কাচটাই তছনছ। একই এলাকায় পরপর গাড়ির এভাবে ক্ষতি হচ্ছে। কিন্তু কে করছে এসব কাণ্ড। কেনই বা করছে। তার কিসের রাগ। সেসব কিছুই বোঝা যাচ্ছিল না।

এদিকে গাড়ির মালিকদের মাথায় হাত। এভাবে গাড়ির ক্ষতি করে দিয়ে যাচ্ছে কেউ। এরমধ্যেই এক মহিলার নজরে পড়ে যায় অপরাধী। তাঁর ভাষায় অপরাধীর শরীর ছিল সাদা কালো। মাথায় লাল টুপি। তাঁর তোলা ছবি এরপর সব পরিস্কার করে দেয় সকলের কাছে।


এটা আদপে একটি কাঠঠোকরার কাজ। সে আসছে গাড়ির কাছে। এসে কাচের ধারে বসছে। তারপর ঠুকরে তার লম্বা চঞ্চু দিয়ে ভেঙে দিচ্ছে কাচ।

কিন্তু কেন এমনটা করছে এই আপাত সুন্দর পাখি? উত্তরটা দিয়েছেন প্রাণি বিশেষজ্ঞেরা। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদরা কারণ হিসাবে যা জানিয়েছেন তা বিশেষ চমকপ্রদ।


বিশেষজ্ঞদের মতে, বছরের এই সময়টা কাঠঠোকরাদের মিলনের সময়। আর এই সময় এলেই পুরুষ কাঠঠোকরারা ভয়ংকর হয়ে ওঠে। তারা তাদের এলাকায় অন্য কোনও কাঠঠোকরাকে প্রবেশ করতে দেয়না।

কাচের কাছে এলে যেহেতু তার প্রতিচ্ছবি কাচের ওপর পড়ছে তাই তার মনে হচ্ছে উল্টোদিকে আরও এক কাঠঠোকরা এসেছে। তাকে তো জায়গা দেওয়া যাবেনা। তাই আক্রমণ।

আদপে উল্টোদিকে নিজের প্রতিচ্ছবিকেই প্রতিদ্বন্দ্বী ভেবে কাঠঠোকরাটি কাচের ওপর ঠোক্কর মারছে। ফলে গাড়ির কাচ যাচ্ছে ভেঙে টুকরো টুকরো হয়ে। ঘটনাটি ঘটেছে ম্যাসাচুসেটস-এ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button