SciTech

মঙ্গলের মাটিতে মানুষ গেলে কোথায় নামবেন, সঠিক জায়গার খোঁজ পেলেন বিজ্ঞানীরা

লাল গ্রহে মানুষ পাঠানোর চিন্তা শুরু হয়েছে অনেক আগে থেকেই। মানুষ সেখানে পৌঁছলে কোথায় অবতরণ করবে, সেই গুরুত্বপূর্ণ স্থানটি এবার খুঁজে পেয়ে গেলেন বিজ্ঞানীরা।

লাল গ্রহ সম্বন্ধে বিজ্ঞানীরা প্রতিদিনই নতুন নতুন তথ্য পাচ্ছেন। এখন সেখানে একাধিক রোভার ঘুরে বেড়াচ্ছে। নানা খবর দিচ্ছে। আগামী দিনে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। এমনকি আগামী দিনে মঙ্গলগ্রহকে মানুষের বাসযোগ্য করে তোলার কথাও ভাবা হচ্ছে।

সেক্ষেত্রে মঙ্গলে যদি মানুষ পাঠানো হয় তাহলে সেখানে মানুষের অবতরণের জন্য সঠিক স্থান কোনটা হবে, এটাও একটা বড় প্রশ্ন ছিল। কারণ মঙ্গলের যেখানে সেখানে নামলে সূর্যরশ্মি ঠিকমত নাও পাওয়া যেতে পারে। অন্য নানা সমস্যাও হতে পারে।

সব দিক সামলে বিজ্ঞানীরা অবশেষে একটি স্থান খুঁজে পেয়েছেন। ‘সায়েন্স ডেইলি’ নামে বিজ্ঞান ভিত্তিক সংবাদমাধ্যমে এই বিষয়টি সম্বন্ধে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এই প্রতিবেদন অনুযায়ী লাল গ্রহের একটি অংশকে অ্যামাজোনিস প্লেনিসিয়া নামে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা। মঙ্গলের মধ্য অক্ষাংশে অবস্থিত এই জায়গায় সূর্যের আলো সবচেয়ে বেশি পাওয়া যায়। তাছাড়া এখানে বরফের উপস্থিতি লক্ষণীয়। ফলে সেখানে প্রাণের খোঁজ করতে মঙ্গলগ্রহে পদার্পণ করা নভশ্চরদের সুবিধা হবে।

সব মিলিয়ে বিজ্ঞানীদের মতে মঙ্গলের এই জায়গাটিই মানুষের অবতরণের জন্য সঠিক স্থান হবে। আগামী দিনে যখন মঙ্গলে মানুষ পাঠানো হবে তখন এই স্থানকে মাথায় রেখেই মানুষ নিয়ে মঙ্গলে পাড়ি দেওয়া যানকে নিয়ন্ত্রণ করতে পারবেন বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত হওয়া গবেষণায় মঙ্গলের এই জায়গাই অবতরণ এবং গবেষণার জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *