National

ফের সুকমায় মাওবাদী হামলা, মৃত ২৪ সিআরপিএফ জওয়ান

ছত্তিসগড়ের বস্তার জেলার কালাপাথরের কাছে সুকমা। মাওবাদী অধ্যুষিত এলাকা হিসাবে খ্যাত সুকমার গহন অরণ্যে টহল দিচ্ছিল সিআরপিএফের ৭৪ নম্বর ব্যাটেলিয়নের একটি দল। বারকাপাল গ্রামের কাছে একটি রাস্তা তৈরির কাজ চলছে। ছত্তিসগড় পুলিশের দাবি, সেখানে টহলদারি ভ্যান পৌঁছলে আচমকাই প্রায় ৫০ জন মাওবাদী সিআরপিএফ জওয়ানদের ঘিরে গুলি চালাতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই অনেক জওয়ান গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়েন। পাল্টা গুলি চালানোর তেমন সুযোগই পাননি তাঁরা। মাওবাদীরা অপারেশন শেষ করে সিআরপিএফের অস্ত্র, গুলি নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়।

এদিকে গুলিতে ২৪ জন জওয়ানের মৃত্যু হয়েছে। আহতদের হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর সেখানে পাল্টা তল্লাশি শুরু হয়েছে। সুকমায় এতবড় মাওবাদী হানার ঘটনা অনেকদিন পর ঘটল। ঘটনাটি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *