SciTech

খুব দ্রুত ভিনগ্রহের প্রাণির সঙ্গে দেখা হতে পারে মানুষের, কীভাবে তাও জানালেন গবেষকেরা

ভিনগ্রহের প্রাণি বা এলিয়েন নিয়ে নানা কল্পনা এবং জল্পনা চলছে। কিন্তু এবার গবেষকেরা জানালেন খুব দ্রুত এলিয়েনদের সঙ্গে দেখা হতে পারে মানুষের।

Published by
News Desk

ভিনগ্রহের প্রাণি নিয়ে মানুষের মধ্যে উৎসাহ এবং কৌতূহল আজকের নয়। বহুদিন ধরেই নানা প্রসঙ্গ সামনে এসেছে। ভিনগ্রহের প্রাণিদের যান অর্থাৎ ইউএফও নাকি পৃথিবীর আকাশে ঘোরে। ভিনগ্রহীরা নাকি আমেরিকার একটি জায়গায় প্রায়ই ঘুরে যায়।

হালফিল অন্য সৌরজগতের গ্রহ থেকে ভেসে আসা রেডিও সিগনাল নিয়েও চর্চা শুরু হয়েছে। আর তার মধ্যেই এবার ভিনগ্রহের প্রাণিদের সঙ্গে খুব দ্রুত মানুষের দেখা হতে চলেছে বলে দাবি করলেন ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয় এবং মরিশাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

গবেষকদের দাবি, সৌরমণ্ডলের খুব কাছে অন্য একটি সৌরমণ্ডল অবস্থান করছে। ৬ বছর আলোকবর্ষ দূরে অবস্থান করছে বার্নার্ডস নক্ষত্র। তাকে ঘিরে যে সৌরমণ্ডল তৈরি হয়েছে তার গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে।

আর তারা যদি পৃথিবীর মানুষের চেয়েও প্রযুক্তিগত ভাবে এগিয়ে থাকে তাহলে তারা পৃথিবীর নানা কোণায় ছড়িয়ে থাকা মোবাইল টাওয়ার থেকে বেরিয়ে আসা রেডিও লিকেজের সন্ধান পেতে পারে। আর তা পেলে তারা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে।

শর্ত একটাই, মোবাইল টাওয়ার থেকে যে রেডিও লিকেজ হচ্ছে তার সন্ধান পেতে ওই গ্রহের প্রাণিদের প্রযুক্তি সমর্থ কিনা। যদিও গবেষকেরা এটাও মনে করছেন যে খুব দ্রুত এলিয়েনদের সঙ্গে মানুষের দেখা হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts