World

টেডি বেয়ার নিচ্ছে নিশ্বাস, চোখ ছানাবড়া পুলিশের

পুলিশের চোখে ধুলো দিতে এমন কাণ্ড সচরাচর দেখা যায়না। এক চোর কিন্তু সেটাই করল। টেডি বেয়ার সেজে সকলের সামনেই পড়ে রইল সে।

Published by
News Desk

বাড়িতে ছোটরা থাকলে তো দেখাই যায়। এমনকি কিশোরী থেকে তরুণীদেরও খুব পছন্দের হল বড় বড় টেডি। সাধারণত লোমশ ভাল্লুকই বেশি জনপ্রিয়। এছাড়া কুকুর থেকে শুরু করে এমন নানা জীবজন্তুই হয় টেডির আকারে। সেটাই এবার চোরের লুকোনোর জায়গা হল।

ঘটনার সূত্রপাত গত মে মাসে। এক গাড়ি চোরের সন্ধান শুরু করে পুলিশ। কিন্তু সে বারবার পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ জানতে পারে যে সে বাড়িতে রয়েছে। দেরি না করে তার বাড়ি ঘিরে ফেলে পুলিশ। ঢুকে পড়ে বাড়িতে।

পুলিশকে বাড়িতে দেখে ১৮ বছর বয়স্ক জোসুয়া ডবসন বুঝতে পারে যে এবার আর তার বাঁচার পথ নেই। তাহলে উপায়! উপায় বার হল।

জোসুয়ার বাড়িতে কয়েকটি বিশাল টেডি বেয়ার ছিল। এমনই একটি টেডি বেয়ারের মধ্যে সে নিজে ঢুকে পড়ে। পুলিশ এসে দেখে ঘরে টেডি বেয়ার পড়ে আছে। কিন্তু জোসুয়া নেই।

অগত্যা পুলিশ হতাশ হয়ে বার হতে যাবে, এমন সময় এক পুলিশ আধিকারিকের নজরে আসে যে ঘরে পড়ে থাকা একটি টেডি নিঃশ্বাস নিচ্ছে। খেলনা টেডি বেয়ার জ্যান্ত! দিব্যি নিঃশ্বাস নিচ্ছে!

এরপর আর কিছু বুঝতে বাকি থাকেনি তাঁদের কাছে। টেডি বেয়ারের খোলে লুকিয়ে পড়া জোসুয়াকে বার করে আনেন তাঁরা। তারপর তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের। গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ তাকে গ্রেফতার করে।

Share
Published by
News Desk

Recent Posts