Kolkata

২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা, কর্মীদের দিলেন নতুন স্লোগান

২৭ জুলাই থেকে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কর্মীদের একটি নতুন স্লোগানও শিখিয়ে দিলেন তিনি।

২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে এদিন ছিল শেষ ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবসকে কেন্দ্র করে চেনা ছন্দেই নজর কেড়েছে ২১ জুলাইয়ে মানুষের ঢল। লক্ষ লক্ষ মানুষের সমাবেশে অন্যান্য বারের মতই প্রায় স্তব্ধ ছিল শহরের দৈনন্দিন ছন্দ।

এদিন ধর্মতলায় ২১ জুলাই মঞ্চের সামনে থেকে ভিড় পৌঁছে যায় সেই পার্ক স্ট্রিট পর্যন্ত। যাঁর বক্তব্য শুনতে প্রতিবছর এই লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এদিন ২০২৬ সালের ভোটের দামামা বাজিয়ে দিলেন।

এদিন বক্তব্যের শুরু থেকেই বাংলা ভাষার ওপর আক্রমণকে পাখির চোখ করেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের বিঁধতে এদিন বাংলা ভাষায় কথা বলা মানুষের ওপর নেমে আসা আক্রমণকে সামনে রেখে আন্দোলনের রূপরেখা তৈরি করে দেন তিনি।

আগামী ২৭ জুলাই থেকে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা। কর্মী সমর্থকদের প্রতি শনি ও রবিবার বাংলা ভাষায় জন্য মিছিল, মিটিংয়ের নির্দেশ দেন তিনি। জানিয়ে দেন, এই মিছিল মিটিং সমাবেশ ২০২৬ সালের ভোটের ফলাফল বার হওয়া পর্যন্ত চলবে।

নির্দেশ দেন যদি বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যে কোনও বাংলাভাষী মানুষের ওপর অত্যাচার হয় তাহলে তাঁর বাড়ির সামনে বসে আন্দোলনকে জোরদার করতে। একইভাবে বাংলা ভাষার জন্য গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল সাংসদ থেকে নেতাদের ধর্নার নির্দেশ দেন তৃণমূল নেত্রী।

মঞ্চ থেকে বাংলার যেসব পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কর্মরত তাঁদেরও বাংলায় ফিরে আসার আহ্বান জানান তৃণমূল নেত্রী। জানান বাংলায় কাজের অভাব হবেনা তাঁদের।

এদিন বাংলা ভাষা রক্ষাকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন মমতা। এদিন তাঁর ভাষণে মূল লক্ষ্য যে বিজেপি ছিল তা পরিস্কার। কারণ পুরো বক্তব্যে কংগ্রেসের নাম কার্যত মুখেই আনেননি মমতা।

বামেদের কথা বলতে গিয়ে বলেন, বামেরা এখন সব হারিয়ে সোশ্যাল মিডিয়ায় টাকা খরচ করছে। তাদের মহাশূন্যে পাঠানোর ডাকও দেন তিনি। তবে এটা পরিস্কার ছিল বামেদের বিরুদ্ধে বক্তব্য রাখা নেহাতই একটা নিয়মরক্ষা ছিল তৃণমূল নেত্রীর কাছে।

বিজেপিকেই কার্যত নিশানা করে এদিন বক্তব্য রাখেন মমতা। এদিন কর্মী সমর্থকদের একটি নতুন স্লোগানও শিখিয়ে দেন তিনি। ২০২৬ সালে যে খেলা হবে থেকে কিছুটা সরে ‘জব্দ হবে, স্তব্ধ হবে’ স্লোগানকে সামনে আনতে চাইছেন তিনি, সেটাও পরিস্কার করে দেন। ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে বিজেপি নাম কাটার চেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *