Kolkata

পুজোর আগে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুজো এবার অক্টোবরের একদম প্রথম দিন থেকেই শুরু হয়ে যাবে। তার আগে সোমবার বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজোর প্যান্ডেল অনেক জায়গায় জোরকদমে এগোচ্ছে। হাতে বেশি সময় নেই। ১ মাসের কিছু বেশি সময় হাতে রয়েছে। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মাতবে বাংলা। তার আগে সোমবার দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই করেন বড় ঘোষণা।

এটা নিয়ে বারবার কথা চলছিল যে এবার পুজো কমিটিগুলির রাজ্যসরকারের কাছ থেকে অনুদান কত হবে? ৫০ হাজারই থাকবে, নাকি বাড়বে?

সেই প্রশ্নে পুজো কমিটিগুলির মুখে কার্যত হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন জানান এ বছর পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার। অর্থাৎ অনুদানের অঙ্ক ১০ হাজার টাকা করে বাড়ল।

এখানেই শেষ নয়, পুজো কমিটিগুলির আরও প্রাপ্তি ঘটেছে এদিন। বিদ্যুৎ বিলেও এবার ছাড় বাড়ল। এবার পুজো কমিটিগুলির মোট বিলের ওপর ৬০ শতাংশ করে ছাড়ের জন্য বিদ্যুৎ সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী যে এবার খুব ধুমধাম করে দুর্গাপুজো দেখতে চান তা এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি। পুজোকে কতটা বিশ্ব পর্যায়ে পৌঁছে দেওয়া যায় সে পরিকল্পনা যে রাজ্যসরকার করছে তারও ইঙ্গিত এদিন মিলেছে। সেইসঙ্গে এদিন গ্রামের শিল্পীদের গুরুত্ব নিয়ে বলেন মুখ্যমন্ত্রী।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিনের অনুষ্ঠানে নানা প্রান্ত থেকে পুজো উদ্যোক্তারা উপস্থিত হয়েছিলেন। যে সব পুজো কমিটির বেশি খরচ করার ক্ষমতা নেই, তাদের কম খরচেও ভাল পুজো করা সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *