Categories: State

চা বাগান খুলতে নিলামের দাওয়াই

Published by
News Desk

৪ দিনের সফরে উত্তরবঙ্গে গিয়ে বন্ধ চা বাগান খোলায় বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগানগুলি নিলাম করে ফের খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই ধুঁকছে বিভিন্ন চা বাগান। অনেক চা বাগান বন্ধ থাকায় শ্রমিকরা প্রবল আর্থিক দৈনতার শিকার হচ্ছেন। এই অবস্থা পাল্টাতেই নিলামের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের ৬৫টি চা বাগানের মধ্যে কদিচকখনও খোলে ১১টি চাবাগান। ১৩টি বাগিচা বহুকাল ধরেই বন্ধ। এগুলি খুলতে এরমধ্যে ৭টি কেন্দ্র অধিগ্রহণ করেছে। বাকি ৬টি খুলতে এবার নিলামের রাস্তার দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন সাফ জানান, চা বাগানের মালিকদের বাগান চালু রাখতে হবে। যদি তাঁরা না চালু রাখতে পারেন তাহলে সেগুলি রাজ্য সরকার অধিগ্রহণ করে সেগুলিকে নিলাম করবে। অন্যদিকে কেন্দ্র যে ৭টি চা বাগান অধিগ্রহণ করেছে সেগুলি নামেমাত্র অধিগ্রহণ হয়েছে। বাগানে কাজ শুরু হয়নি। ফলে শ্রমিকরা দীর্ঘদিন ধরে সমস্যায়। এই অবস্থায় কেন্দ্রের অধিগৃহীত এসব বাগান অবিলম্বে খুলতে কেন্দ্রকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চা বাগান খুলতে মুখ্যমন্ত্রীর এহেন কড়া পদক্ষেপে খুশি পাহাড়ের মানুষজন।

Share
Published by
News Desk

Recent Posts