Kolkata
অমিতাভ, শাহরুখকে প্রতিবার আসতেই হবে, মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী

এবার ফিল্ম ফেস্টিভ্যালে ব্রিটেনের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে। যা এর আগে হয়নি। এদিন নেতাজি ইন্ডোরে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে কিছুটা জোর দিয়েই বলেন, এবার থেকে প্রতি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে তাঁদের আসা চাই। পাশাপাশি একে একে কাজল, মহেশ ভাট, কমল হাসানদেরও উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
তবে এদিন বোধহয় নিজের অজান্তেই মাঝে একসময়ে রাজনৈতিক বক্তব্য জুড়ে ফেলে কিছুটা তাল কাটেন তিনি। ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে এসব না বললেই পারতেন বলে কানাঘুষো করেন অনেকে। এদিন কলকাতা ও তার সঙ্গে মিশে থাকা সিনেমার প্রতি মানুষের টানের কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)