স্বাচ্ছন্দ্যের অভাব হবেনা, তারপরও অতি ধনীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন জনপ্রিয় অভিনেত্রী
বাংলো, গাড়ি, জমি, প্রতিমাসে মোটা টাকা। সুখ স্বাচ্ছন্দ্যের কোনও অভাব থাকবেনা। তারপরেও অতি ধনী এক ব্যক্তির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন জনপ্রিয় অভিনেত্রী।
তিনি জনপ্রিয় অভিনেত্রী। একসময় সুন্দরী প্রতিযোগিতাতেও সফল। তাঁর রূপের ছটা সর্বদাই প্রশংসা পেয়েছে। ফলে তাঁকে যে অনেক পুরুষই বিয়ে করার স্বপ্ন দেখবেন এটা অনুমেয়। ওই অভিনেত্রী নিজেই একটি পডকাস্টে তাঁর একটি অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। যেখানে তিনি দেশের অন্যতম ধনী ব্যক্তির দিক থেকে আসা বিয়ের প্রস্তাবের কাহিনি তুলে ধরেছেন।
অভিনেত্রী জানিয়েছেন সে প্রস্তাব ফিরিয়ে দিতে তিনি সময় নেননি। ওই ব্যক্তি তাঁকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। বিনিময়ে স্ত্রী হিসাবে তাঁকে একটি বাংলো, গাড়ি, বিশাল জমি, প্রতিমাসে খরচ করার জন্য ১১ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন বলে দাবি ওই অভিনেত্রীর।
এসব তাঁকে দিতে চেয়েছিলেন ওই ব্যক্তি। কেবল তাঁকে বিয়ে করতে হবে। আর তাঁর তৃতীয় স্ত্রী হিসাবে থাকতে হবে। মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী এমি নূর টিনি জানান, এই প্রস্তাব পাওয়ার পর অবশ্য না বলতে তিনি সময় নেননি।
এমি জানান, ওই ব্যক্তি ছিলেন প্রায় তাঁর বাবার বয়সী। হতে পারেন তিনি বিশাল ধনী। কিন্তু এমন মানুষের তৃতীয় স্ত্রী তিনি হবেন না বলেই জানিয়েছেন এমি।
সুন্দরী অভিনেত্রী হিসাবে নানা সময় তাঁর সঙ্গ পাওয়ার চেষ্টা যে অনেক ধনী ব্যক্তিই করেছেন তা মেনে নিয়েছেন এমি। তবে এই ঘটনাটা তাঁর মনে থেকে গেছে। কারণ বিপুল সুখ স্বাচ্ছন্দ্যের বিনিময়ে তাঁর বাবার বয়সী কেউ তাঁকে নিজের তৃতীয় স্ত্রী করতে চেয়েছিলেন, এটা তিনি ভুলতে পারেননি।













