স্ত্রীকে ব্যবসার কাজ বলে প্রেমিকার সঙ্গে অন্য শহরে, বন্যা ধরিয়ে দিল ৪ সন্তানের বাবাকে
বন্যা ধরিয়ে দিল এক ব্যক্তিকে। যিনি তাঁর সন্তানসম্ভবা স্ত্রীকে ব্যবসার কাজে যাচ্ছেন বলে অন্য মহিলার সঙ্গে ৪ দিন অন্য শহরের হোটেলে থাকছিলেন।
তাঁদের ৩ সন্তান। চতুর্থ সন্তান জন্ম নেওয়ার অপেক্ষা। স্ত্রী সন্তানসম্ভবা। ওই ব্যক্তি স্ত্রীকে জানান তাঁকে ব্যবসার কাজে তাঁর অন্য কয়েকজন কর্মীর সঙ্গে অন্য দেশে যেতে হবে। এমন তো প্রায়ই হয়। তাই স্ত্রীর কিছু মনে হয়নি।
ওই ব্যক্তি অন্য দেশে পৌঁছে সেখানে ফাঁকে ফাঁকে স্ত্রীকে ফোনও করতে থাকেন। স্বামী ব্যবসার কাজের ফাঁকে তাঁর খোঁজও নিচ্ছেন। ওই মালয়েশিয়ান মহিলার কোনও কিছুই মনে হয়নি।
স্বামী থাইল্যান্ডের হ্যাত ইয়াই শহরে ব্যবসার কাজে ব্যস্ত এটাই জানলেও তিনি তখন শঙ্কিত হয়ে পড়েন যখন শোনেন ওই জায়গা বন্য বিধ্বস্ত হয়ে পড়েছে। অনর্গল বৃষ্টির কারণে অনেক জায়গা জলের তলায়।
চেষ্টা করেও এরপর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেননা ওই মহিলা। তখন তিনি তাঁর এক বান্ধবীকে বলেন তাঁর স্বামীর কোনও খোঁজ তিনি জোগাড় করতে পারেন কিনা।
ওই মহিলার আবার হ্যাত ইয়াই শহরে আত্মীয়রা থাকেন। তিনি তাঁদের সাহায্য চান। যে হোটেলে ওই ব্যক্তি উঠেছিলেন বলে স্ত্রীকে জানিয়েছিলেন সেই হোটেলে ওই মহিলার আত্মীয়রা খোঁজ নিতে যান।
আর তখনই তাঁরা দেখতে পান কোনও সহকর্মীদের সঙ্গে নয়, এক মহিলার সঙ্গে ওই হোটেলের একটি ঘরে ৪ দিন আছেন ওই ব্যক্তি। বন্যাটা না হলে এই খোঁজও পড়ত না, আর ওই মালয়েশিয়ান ব্যক্তির আসল রূপও জানা যেত না।
তাই বন্যাই ধরিয়ে দিল স্ত্রীকে লুকিয়ে তাঁর গোপন প্রেম। অন্য মহিলাকে নিয়ে ভিনদেশের শহরের হোটেলে দিন কাটানোর কথা। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে খবরটি।













