World

দুষ্টু কচ্ছপের কাণ্ড, আগুন লেগে গেল ফ্ল্যাটে

একটি ফ্ল্যাটে আগুন নেভাতে ছুটে এল দমকল। আগুন লাগার কারণ অবশ্য কোনও মানুষ বা যন্ত্র নয়। আগুন লাগে একটি কচ্ছপের ভুলে।

Published by
News Desk

অনেক সময় মানুষের একটা ভুল বা ঝুঁকিপূর্ণ কাজের মূল্য চোকাতে হয় আগুন লাগার ফলে। সেক্ষেত্রে সেই মানুষটিই আগুন লাগার জন্য দায়ী থাকেন। আবার অনেক সময় মানুষ নয়, বরং যান্ত্রিক গোলযোগের কারণেও আগুন লাগে।

কিন্তু কেউ কি শুনেছেন যে একটি কচ্ছপের কারণে আগুন লেগে যেতে পারে। সেটাই কিন্তু হয়েছে একটি ফ্ল্যাটে। একটি আবাসনের ৫ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগেছে বলে খরব যায় দমকলের কাছে।

দমকলের তরফে সময় নষ্ট না করে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণেও আনা হয়। কিন্তু আগুনটা লাগল কীভাবে? তার উত্তর খুঁজতে গিয়ে দমকল আধিকারিকরা হতবাক হয়ে গেছেন।

দমকল আধিকারিকরা আগুন লাগার কারণ জানতে পারেন। ওই ফ্ল্যাটে একটি পোষ্য কচ্ছপ রয়েছে। কচ্ছপটি তার অ্যাকোয়ারিয়ামে যে হিট ল্যাম্পটি রয়েছে সেটি নিয়ে কিছু একটা করে। সেটি ধাক্কায় খুলে যায়। তারপর গিয়ে পড়ে ওই অ্যাকোয়ারিয়ামেই সাজানো খড়ের গাদার ওপর।

খড় যেহেতু অত্যন্ত দাহ্য পদার্থ তাই ওই হিট ল্যাম্পের থেকে তাতে আগুন ধরে যায়। সেই আগুন থেকেই ফ্ল্যাটের ওই ঘরে আগুন ছড়ায়।

দমকলকর্মীরা ওই কচ্ছপ ও তার সঙ্গী একটি কুকুরকে উদ্ধার করেন। পরে তাদের মনিবের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে লন্ডনে। এখানে বলে রাখা ভাল যে ভারতে কিন্তু কচ্ছপ বাড়িতে পোষা আইনত নিষিদ্ধ।

Share
Published by
News Desk

Recent Posts