World

মহিলাদের খারাপ ভাবে ধাক্কা, বাম্পিং মেন-এর শিকার যুবতী

বাম্পিং মেন-এর কথা অনেকের জানা। প্রধানত মহিলাদের সঙ্গে অসদাচরণের সেই প্রবণতা পৌঁছে গেল অন্যত্রও। এক মহিলা তারই শিকার হলেন রাস্তায়।

Published by
News Desk

জাপানে একটি কথা প্রচলিত বুতসুকারি ওটোকো। যার মানে হল বাম্পিং মেন। কি এই বাম্পিং মেন? জাপানের এক ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছিলেন যে তিনি একবার ট্রেন থেকে নামার সময় তাঁর হাত এক মহিলা যাত্রীর স্তনে লেগে যায়। সেটা তাঁর ভাল লেগেছিল।

তাই তিনি ভিড় ট্রেন বা স্টেশনে ভিড়ের সুযোগ নিয়ে ইচ্ছা করে মহিলাদের শরীরের ওপর গিয়ে পড়তেন। নোংরাভাবে ধাক্কা দিতেন। তাঁর একটা প্রবণতা তৈরি হয়ে গিয়েছিল এমনটা করার। যার ফলে তাঁকে একসময় পুলিশ পাকড়াও করে।

এই প্রবণতা একটা সময় জাপানে ছড়িয়েছিল। যাকে বলা হত বুতসুকারি ওটোকো। সেই ঘটনাই ঘটল এবার লন্ডন শহরে। মেট্রো নামে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক মহিলা একটি খালের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি দেখতে পান তাঁর দিকেই এক বিশাল দেহের মানুষ ছুটে আসছেন।

গতিতে ছুটে আসা সেই ব্যক্তিকে কাটাতে মহিলা একটু সরার চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। সরাসরি মহিলাকে এসে ধাক্কা মারেন ওই দীর্ঘদেহী ব্যক্তি। যাতে ওই যুবতী ছিটকে পড়েন মাটিতে। তাঁর মুখে আঘাত লাগে।

ওই ব্যক্তি এরপর ছুটে বেরিয়ে যান। প্রথমে মহিলার মনে হয় যে এটা নিছকই একটা দুর্ঘটনা। কিন্তু কাছে থাকা এক দম্পতি জানান, এটা সম্ভবত ইচ্ছে করে করা।

ওই যুবতী এরপর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানানোর পর অন্য অনেক মহিলাই তাঁদের এই খারাপ অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। এঁরা লন্ডনেরই বাসিন্দা। ফলে লন্ডন শহরে এখন মহিলাদের মধ্যে রাস্তায় বার হলে বাম্পিং মেন নিয়ে একটা ভীতি কাজ করছে।

Share
Published by
News Desk

Recent Posts