World

৫৬ লক্ষ টাকায় বিক্রি হল অবহেলায় পড়ে থাকা ভাঙা টব

ফুল বা ফল গাছ হোক বা বাহারি গাছ, টবে রাখার রেওয়াজ বহুকালের। এমনই একটি পুরনো ভেঙে যাওয়া টব অবহেলায় পড়েছিল একটি বাগানে। বিক্রি হল অবিশ্বাস্য দামে।

Published by
News Desk

বাগানে যেমন মাটিতেই গাছ পোঁতা হয়, তেমন অনেকে আবার বাগানে টব রেখে তাতে গাছ লাগান, গাছের পরিচর্যা করেন। এমনই এক মহিলার বাগানে পড়েছিল একটি পুরনো টব। বলা ভাল অবহেলাতেই পড়েছিল। টবটা ভেঙেও গিয়েছিল। যা নিয়ে কারও কোনও মাথাব্যথাও ছিলনা।

সেই টবই আচমকা দুর্মূল্য হয়ে উঠল। ওই মহিলা টবটি ভেঙে যাওয়ার পর তাঁর বাগানে সেটি রেখে দিয়েছিলেন। তাঁর জীবনাবসানের পর তাঁর উত্তরাধিকারীদের মনে হয় টবটি নেহাতই সাধারণ টব নয়। তাঁরা বিশেষজ্ঞদের দিয়ে টবটি যাচাই করেন।

আর তখনই জানা যায় সেটি কোনও সাধারণ টব নয়। সেটি তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পী হান্স কপার। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানি ছেড়ে ব্রিটেনে চলে আসেন।

ওই মহিলা ওই শিল্পীকে দিয়ে টবটি বানান। সেটিকে যত্ন করে রেখেছিলেনও। কিন্তু টবটি ভেঙে যাওয়ার পর সেটিকে তাঁর বাগানে নিয়ে গিয়ে রেখে দেন।

এই টবটির পরিচয় জানার পর সেটিকে নিলামে তোলা হয়। সেখানে সেটি যে দামে বিক্রি হল তা অনেকের ভাবনার অতীত। ৬৬ হাজার ডলারে বিক্রি হয় ভাঙা টবটি। ভারতীয় মুদ্রায় যা ৫৬ লক্ষ টাকার সমান।

ব্রিটেনের লন্ডন শহরেই নিলামটি অনুষ্ঠিত হয়। খবরটি নিউ ইয়র্ক পোস্ট-এ প্রকাশিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। একটি আপাত মামুলি পুরনো অবহেলায় পড়ে থাকা ভাঙা টব যে ৫৬ লক্ষ টাকায় বিক্রি হবে তা কে জানত।

Share
Published by
News Desk

Recent Posts