World

এক নাম, এক দেখতে ২ অপরিচিত বিমানে যাত্রা করলেন পাশাপাশি সিটে

নাম এক। দেখতেও হুবহু এক। এমনকি আরও অনেকগুলি মিল রয়েছে তাঁদের। অথচ তাঁরা অপরিচিত। অথচ আবার তাঁরা যাত্রা করলেন পাশাপাশি বসে।

Published by
News Desk

কাকতালীয় হওয়ারও একটা মাত্রা থাকে। এক্ষেত্রে সে মাত্রাও পার করে গেছে। এমন আজব কাণ্ড এর আগে না কেউ দেখেছেন, না শুনেছেন। একই বিমানে তাঁদের টিকিট ছিল। ২ জনের নামই মার্ক গারল্যান্ড। বয়সের ফারাক আছে। মাত্র ৪ বছরের। তাঁরা আবার দেখতেও হুবহু এক।

তাই প্রাথমিকভাবে বিমানকর্মীরা বড় ধাক্কা খান। কারণ মার্ক গারল্যান্ডকে কিছুক্ষণ আগেই বিমানে উঠতে দেখেছিলেন তাঁরা। ফের তিনি উল্টো দিক দিয়ে ফিরে এসে বিমানে চড়তে চাইছেন কীভাবে?

এমনকি প্রথমে পরে আসা মার্ককে বিমানে চড়তে দিতেও নারাজ ছিলেন বিমানকর্মীরা। কারণ একই ব্যক্তি ২ বার একই বিমানে ওঠেন কীভাবে?

পরে অবশ্য তালিকা মিলিয়ে বিমান সংস্থা দেখে ২ জন মার্ক গারল্যান্ড তাদের বিমানে যাত্রা করছেন। আর কাকতালীয় ভাবে তাঁদের সিট পাশাপাশি। ২ জনই থাইল্যান্ড যাচ্ছেন।

এক নামের ২ ব্যক্তি একই বিমানে যাত্রা করছেন এটা হতেও পারে। কিন্তু পেশায় বাস চালক ৫৮ বছরের মার্ক আর পেশায় বিল্ডার ৬২ বছরের আর এক মার্ক অনুরূপ দেখতেও! তাঁদের বাড়ি আবার খুব কাছাকাছি। যদিও তাঁরা একে অপরকে চিনতেন না।

বিমানে পাশাপাশি বসে আলাপ হয় তাঁদের। ভারত হলে মনে হত এ যেন মেলায় হারিয়ে যাওয়া ২ ভাই একে অপরের পাশে বসে যাত্রা করছেন!

২ জন যখন বিমানে ওঠার পর ২ জনকে প্রথম দেখেন তখন তাঁদের মনে হয়েছিল তাঁরা আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। কাকতালীয় এই পর্যায়ে হতে পারে এটা অনেকেরই কল্পনার অতীত।

লন্ডনের হিথরো বিমানবন্দরের কর্মীদের দীর্ঘ সময় ঘোর কাটেনি বিষয়টি নিয়ে। ব্রিটেনের তো বটেই, বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে এই আজব কাহিনি ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Share
Published by
News Desk