World

যাত্রী ভর্তি বাস দাঁড় করিয়ে চিকেন কিনতে গেলেন বাস চালক

বাসে যাত্রী ভর্তি। সকলেই গন্তব্যে সঠিক সময়ে পৌঁছতে চাইছেন। সেখানে বাস চালক বাস দাঁড় করিয়ে দৌড়ে গেলেন পছন্দের চিকেন কিনতে।

Published by
News Desk

এটা জানা যায়নি যে ওই দোকানটির চিকেনই কেন কিনতে হল বাস চালককে। এটাও পরিস্কার নয় যে চিকেনটা তিনি কেন গন্তব্যে পৌঁছে কিনলেন না! কেননা তার আগে তো সেটি রান্না করা বা বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে তিনি দাঁড়িয়েছিলেন চিকেন কিনতে।

বাস ভর্তি যাত্রী। সেই বাসকে একটি স্টপেজের ধার ধরে দাঁড় করিয়ে ওই বাসচালক যান উল্টো পারের চিকেনের দোকানে। সেখান থেকে মুরগির মাংস কিনে তারপর ফের ছুটে তিনি বাসে ফিরে আসেন। চালকের আসনে উঠে বসেন। তারপর বাস নিয়ে ছোটেন গন্তব্যের দিকে।

পুরো ঘটনাটি তাঁর ফোনে রেকর্ড করে নেন বাসটির পিছনে থাকা গাড়ির এক ব্যক্তি। তারপর তিনি তা সোশ্যাল মিডিয়ায় দেন। যা ভাইরাল হতে এতটুকু সময় নেয়নি।

ঘটনাটি ঘটেছে গত ২২ ডিসেম্বর লন্ডন শহরে। লন্ডনের মত শহরেও যে বাস চালকরা বাস দাঁড় করিয়ে ব্যক্তিগত কাজ সেরে ফেলেন তা এই ভিডিওর পর অনেকের জানা হয়ে গেছে।

তবে ভারতে বাস কেন ট্রেন দাঁড় করিয়েও পছন্দের খাবার কিনতে যাওয়ার ঘটনা ঘটেছে। ট্রেন স্টেশনে দাঁড় করিয়ে ট্রেনের চালক প্ল্যাটফর্ম পার করে বাজারে গিয়ে সেখানকার দোকান থেকে জিনিস কিনে ফের ট্রেনে চড়ে ট্রেন চালিয়েছেন এমন ঘটনাও ঘটেছে।

এমনকি ভিড় রাস্তায় বাস দাঁড় করিয়ে চা পান করতে যাওয়ার ঘটনাও বাস চালকের ক্ষেত্রে দেখা গেছে। এবার তেমনই এক ঘটনা ঘটল লন্ডন শহরে।

Share
Published by
News Desk