World

ঘর ভাড়া পেতে বেড়ালকে বিয়ে

ঘর পাওয়া ছিল লক্ষ্য। পোষ্য বেড়ালটিকে তাই বিয়েই করে ফেললেন এক মহিলা। বেড়ালের নাম আবার ইন্ডিয়া। খবর ছড়াতেই হইচই পড়ে গেল।

Published by
News Desk

নিজের পোষা বেড়ালটিকে বিয়েই করে ফেললেন এক মহিলা। ৪৯ বছরের ওই মহিলা ওই বেড়ালটিকে ৫ বছর হল পুষেছেন। বেড়ালটিকে তিনি যে কোনও মূল্যেই নিজের কাছে রাখতে চাইছিলেন। আর তা করতে গেলে বেড়ালটিকে বিয়ে করা ছাড়া অন্য কোনও রাস্তা তাঁর সামনে খোলা ছিলনা।

এই বিয়েই তাঁকে খুলে দিল আইনি পথ। তবে বিয়ে নিয়ে কোনও ছেলেখেলা তিনি করেননি। দস্তুরমত লোকজন ডেকে বিয়ে করেছেন। যাকে বলে সামাজিক বিয়ে।

বর কেবল একটি বেড়াল। বিয়ের পর ওই মহিলা জানান, বেড়ালকে বিয়ে করে তাঁর হারানোর কিছু তো নেইই, বরং অনেক কিছু পাওয়ার আছে।

লন্ডন শহরের বাসিন্দা ডেবোরা হজ নামে ওই মহিলা একটি ভাড়া বাড়িতে থাকতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ ওই বাড়ির মালিক সাফ জানিয়ে দেন তাঁর বাড়িতে কোনও ভাড়াটে তাঁদের পোষ্যকে সঙ্গে রাখতে পারবেন না।

ফলে হজ বুঝতে পারেন তিনি থাকতে পারলেও তাঁর সাধের বেড়ালের কোনও জায়গা হবে না। কিন্তু যদি এমন হয় যে পোষ্য আর পোষ্যই না থাকে। সামাজিকভাবে যদি পোষ্য তার স্বামী হয়ে যায়!

যেমন ভাবা তেমন কাজ। এখন যখন তাঁর সঙ্গে বেড়ালের বিয়ে হয়ে গেছে তখন বেড়ালকে তো তাঁর সঙ্গে থাকতে দিতেই হবে! তবে এটাই প্রথম নয়, এভাবেই এর আগেও তাঁর ৩ পোষ্যকে হজ এভাবেই ভাড়া বাড়িতে জায়গা করে দিয়েছেন।

Share
Published by
News Desk