National

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

শেষ ৬ মাসে এদিন নিয়ে ৭ বার বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। বৃহস্পতিবার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২ টাকা ৭ পয়সা বাড়ানো হয়েছে। ফলে ১৪ দশমিক ২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের নতুন দাম হল ৪৩২ টাকা ৭১ পয়সা। গত জুলাইতেই কেন্দ্র জানিয়েছিল ভর্তুকির বোঝা কমাতে এবার থেকে প্রতি মাসে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২ টাকা করে বাড়ানো হবে। সেভাবেই শেষ ৬ মাসে ৭ বার বাড়ল গ্যাসের দাম। অন্যদিকে গ্যাসের দাম বাড়লেও কমেছে বিমানের জ্বালানি তেলের দাম। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমানো হয়েছে।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *