Business

লিংকডইন কিনে নিচ্ছে মাইক্রোসফট

লিংকডইন সোশ্যাল নেটওয়ার্ককে কেনার কথা ঘোষণা করল মাইক্রোসফট। মাইক্রোসফট ও লিংকডইন, দুই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরস এদিন এই ডিলে সহমত ব্যক্ত করেন। ডিলটি এই ক্যালেন্ডার ইয়ারের মধ্যেই সম্পূর্ণ হবে বলে মাইক্রোসফটের তরফে জানান হয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, শেয়ার পিছু ১৯৬ ডলারে সংস্থাটি কিনে নিয়েছে তারা। সংস্থাটি কেনার জন্য মাইক্রোসফটের খরচ হচ্ছে ২৬ দশমিক ২ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৮০২ কোটি টাকা। জেফ ওয়েনারকেই লিংকডইনের সিইও রাখার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। তবে তাঁকে মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লার কাছে নিয়মিত রিপোর্ট করতে হবে। বিশ্বের পেশাদার মানুষজনকে এক সূত্রে বাঁধার জন্য লিংকডইন দারুণ কাজ করে এসেছে বলে জানান নাদেল্লা। আগামী দিনে মাইক্রোসফট সঙ্গে থাকায় লিংডইন আরও ভাল জায়গায় পৌঁছবে বলে দাবি করেন তিনি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *