World

এ এমন এক বিরল নদী যা মকরক্রান্তি রেখাকে ২ বার পার করে

একটি নদী বয়ে যাওয়ার সময় কাল্পনিক মকরক্রান্তি রেখা বা কর্কটক্রান্তি রেখাকে পার করতেই পারে। কিন্তু ২ বার পার করবে কীভাবে। নদী তো আর পিছনে হাঁটে না।

নদী পৃথিবীর স্থলভাগের জনজীবন থেকে সেখানকার বাস্তুতন্ত্র, পশুপাখি থেকে গাছপালা সবার লালনপালনের অন্যতম ভরসা। তাই নদী পৃথিবীর সর্বত্রই জীবনরেখা হিসাবে সম্মান পায়। কিছু নদী তার ইতিহাস, কিছু তার বিশালত্বরে জন্য যেমন আলাদা করে প্রচার পায়, তেমন কয়েকটি নদী তার আজব গতিপথের জন্যও বিখ্যাত।

ভূগোল অধ্যয়ন ও তা বোঝা সহজ করতে পৃথিবীর মাঝখান বরাবর কাল্পনিক বিষুবরেখা রয়েছে। বিষুবরেখার ২৩.৫ ডিগ্রি দক্ষিণে রয়েছে কাল্পনিক আর এক রেখা। যার নাম মকরক্রান্তি। একইভাবে বিষুবরেখার উত্তরে ২৩.৫ ডিগ্রিতে অবস্থান করছে কাল্পনিক কর্কটক্রান্তি রেখা।

এই ২টি রেখা পর্যন্ত সূর্যের রশ্মি সরাসরি পড়ে। সূর্য ঠিক মাথার ওপর অবস্থান করে। মকরক্রান্তি রেখা আফ্রিকার ওপর দিয়েও গেছে। আর সেই আফ্রিকাতেই রয়েছে একটি নদী। যার নাম লিম্পোপো।

লিম্পোপো নদীটি ৪টি দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় এর উৎসস্থল। তারপর বোতসোয়ানা, জিম্বাবোয়ে হয়ে নদীটি মোজাম্বিকের মধ্যে দিয়ে ভারত মহাসাগরে মিশে গেছে।

লিম্পোপো নদীটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার গতিপথ। ইংরাজি এস-এর মত গেছে এই নদী। আর এই আজব আকৃতির গতিপথের জন্য সেটি ২ বার মকরক্রান্তি রেখা পার করেছে।

এই এস-এর মত গতিপথ না হলে অন্য নদীদের মত সেটিও মকরক্রান্তি রেখার ওপর দিয়ে একবারই প্রবাহিত হত। ২ বার মকরক্রান্তি রেখার ওপর দিয়ে গেছে বলে লিম্পোপো নদীর আলাদাই এক গুরুত্ব রয়েছে সারা বিশ্বে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *