Lifestyle

ম্যাগি এমন করে কেউ খায়, রেগে আগুন সকলেই

চেনা খাবারের পাশাপাশি নতুনত্ব কিছু করার একটা প্রবণতা মানুষের মধ্যে রয়েছে। কিন্তু তা করতে গিয়ে এক এক সময় হয়তো তা স্বাভাবিকতা হারিয়ে ফেলে।

Published by
News Desk

ম্যাগি এমন এক খাবার যা ছোটদের তো বটেই, এমনকি সব বয়সের মানুষেরই পছন্দের। ম্যাগি সাধারণ নিয়মে তৈরি করার পাশাপাশি অন্যভাবে সুস্বাদু করার প্রচেষ্টা কম হয়নি। তার মধ্যে বেশ কয়েকটি সফলও হয়েছে। সেই প্রচেষ্টা কিন্তু থেমে নেই।

এবার এমনই এক অভিনব ম্যাগি তৈরির পদ্ধতি দেখে রেগে আগুন নেটিজেনরা। একজন তো ওটা দেখার পর এই গ্রহ ছেড়ে অন্য গ্রহে চলে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন!

এক মহিলা ম্যাগি তৈরি করছিলেন। যেমন এক এক করে পদক্ষেপ করা হয় তেমনই চলছিল। ম্যাগি প্রায় তৈরিও হয়ে যায়। কিন্তু তারপরই যা দেখা যায় তা দেখেই কার্যত আঁতকে উঠেছেন সকলে।

তৈরি হয়ে যাওয়া ম্যাগির ওপর পাকা আম টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হল। অনেকটা টপিংয়ের মত। গরম ধোঁয়া ওঠা ম্যাগির ওপর পাকা আম! এটা একেবারেই ভাল চোখে নিতে পারেননি কেউ।

নতুনত্বের নামে এমন কাণ্ডের প্রতিবাদ করেছেন সকলেই। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই আম ম্যাগির ভিডিও দেখে এখনও কেউ ভাল বলেননি।

এর আগেও গোলাপ সিরাপ দিয়ে চা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন মানুষজন। এবার পাকা আম দিয়ে ম্যাগি দেখে ততটাই ক্ষুব্ধ হলেন।

প্রসঙ্গত এর আগেও ঠান্ডা পানীয় ফান্টা দিয়ে ম্যাগি বানিয়ে তাক লাগাতে গিয়ে নেটিজেনদের প্রবল ক্ষোভের মুখে পড়তে হয়েছিল একটি রেসিপিকে।

Share
Published by
News Desk
Tags: Lifestyle