Lifestyle

দাঁত মাজার জন্য যে কোনও ব্রাশ নয়, সঠিকটা জানা ও বেছে নেওয়া জরুরি

দাঁত তো সকলেই মাজেন। তবে কোনটা সঠিক, কোনটা সঠিক নয়, তা ভেবে দেখেননা। সেটা কিন্তু খুবই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

Published by
News Desk

কথায় বলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। কথাটা ভুল নয়। কারণ দাঁত প্রতিদিন ব্যবহার করার সময় অনেকই ভুলে যান দাঁতের সঠিক যত্নের কথা।

চলে যাচ্ছে তো চলে যাচ্ছে মনোভাব নিয়ে চলতে থাকেন। যার ফলে অনেক সময় দাঁতের সমস্যা শুরু হয়ে যায়। যা কিন্তু দিনের পর দিন চরম যন্ত্রণা দেয়।

সাধারণ নিয়মে দিনে ২ বার দাঁত মাজা জরুরি। যা অনেকেই করেননা। সকালে দাঁত মাজলেও রাতে খাবার পর দাঁত মেজে শোওয়ার রেওয়াজ খুব কম পরিবারেই রয়েছে।

সেইসঙ্গে অনেকেই ব্রাশ কেনার সময় সঠিক ব্রাশ কেনায় জোর দেন না। অনেক সময় নজর দেন কম দামে কি রয়েছে। নতুবা দোকানদারের ওপর ভরসা করে একটা ব্রাশ দিয়ে দিতে বলেন। বিশেষজ্ঞেরা বলছেন এতে দাঁত অনেক তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে।

বিশেষজ্ঞদের মতে, মানুষ সাধারণভাবে যে ব্রাশ ব্যবহার করেন তার চেয়ে ভাল ইলেকট্রনিক টুথব্রাশ। এর দাম একটু বেশি পড়লেও সাধারণ ব্রাশ দাঁতের যে কোণায় পৌঁছতে পারেনা ইলেকট্রনিক টুথব্রাশ সেখানে পৌঁছে সাফাইয়ের কাজ করে ফেলে।

বাটন চেপে দিয়ে এই ব্রাশকে নিজের কাজ করতে দিলেই হল। এই ব্রাশ ব্যবহারে মাড়িও খুব ভাল থাকে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

ইলেকট্রিক টুথব্রাশ, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

এছাড়া রয়েছে ইন্টার ডেন্টাল ব্রাশ। এই ধরনের ব্রাশ আকারে ছোট হয়। যা প্রধানত ২টি দাঁতের ফাঁকের ময়লা সাফ করতে সিদ্ধহস্ত।

এগুলি সাধারণত একবার ব্যবহারযোগ্য হয়। তবে ব্রিসলস একবার ব্যবহারযোগ্য হলেও এর হ্যান্ডল বারবার ব্যবহার করা যায়।

আবার সালকাব্রাশ প্রধানত দাঁত ও মাড়ির সংযোগস্থল সাফ করতে কাজে লাগে। এন্ড টাফড ব্রাশের আবার মাথার কাছে নাইলনের নরম ব্রিসলস থাকে। যা দাঁতের ছোট ছোট অংশে প্রবেশ করে সেখানের ময়লা সাফ করে। ফলে ব্রাশ ব্যবহার করলেই হল না। সতর্ক থাকতে হবে সত্যিই দাঁত মাজা সম্পূর্ণ হল তো! নাকি অলক্ষ্যে ময়লা জমেই রইল! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Lifestyle