Lifestyle

সন্তানকে নিয়ে বেশি সুখী থাকেন কে, মিলল উত্তর

মা না বাবা, সন্তানকে নিয়ে বেশি সুখী কারা, এই প্রশ্নকে সামনে রেখেই শুরু হয়েছিল গবেষণা। আর সেই গবেষণালব্ধ ফল জানাচ্ছে প্রশ্নের উত্তর।

সন্তানদের নিয়ে অভিভাবক জীবন কে বেশি উপভোগ করেন? মা, না বাবা? এই প্রশ্নকে সামনে রেখেই শুরু হয়েছিল গবেষণা।

আর সেই গবেষণালব্ধ ফল জানাচ্ছে সন্তানদের নিয়ে বেশি সুখে থাকেন বাবারা। তুলনায় মায়েরা বাবাদের মত অত সুখে থাকেননা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সন্তানদের সঙ্গে কথা বলেও বেশি আনন্দ উপভোগ করেন বাবারাই। মায়েরা নন। এক আধজন নয়, ১৮ হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

অভিভাবকদের খুশি, মানসিক শান্তি, মানসিক চাপের লক্ষ্মণ ও স্নায়বিক চাপ, এই বিষয়গুলিকে প্যারামিটার ধরে এই গবেষণা চালানো হয়।

গবেষণার সময় সন্তানহীন অভিভাবকদেরও নজরে রাখা হয়। দেখা যায় যেখানে সন্তান আছে এমন পুরুষ ও সন্তানহীন পুরুষদের মধ্যে মানসিক চাপের লক্ষ্মণের ফারাক কম, সেখানে সন্তানহীন মহিলাদের তুলনায় সন্তান রয়েছে এমন মহিলাদের মানসিক চাপ অনেক বেশি।

গবেষকরা দেখেছেন দৈনন্দিন জীবনে সন্তানদের সঙ্গে কথোপকথনের ক্ষেত্রেও মায়েদের চেয়ে বেশি খুশি থাকেন বাবারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *