Lifestyle

একেই বলে জামাই আদর, ১৫৮ রকম পদ সাজিয়ে জামাইকে খেতে দিলেন শ্বশুর শাশুড়ি

জামাই আদর শব্দটার সঙ্গে ভারতীয় সংস্কৃতি রীতি রেওয়াজ মিলেমিশে থাকে। এবার এক জামাই আপ্যায়ন গোটা দেশের নজর কেড়ে নিল। ১৫৮ রকম পদ সাজালেন শ্বশুর শাশুড়ি।

মেয়ের বিয়ে ১ বছর হয়েছে। বিয়ের পর এবার ছিল তাঁদের প্রথম মকরসংক্রান্তি পালন। এজন্য শ্বশুরবাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন নতুন জামাই। সঙ্গে ছিলেন মেয়েও। মেয়ে জামাইকে সংক্রান্তি উপলক্ষে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন শ্বশুর শাশুড়ি।

অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার তেনালিতে এই মেয়ে জামাইকে আপ্যায়ন করে খাওয়ানোর জন্য যে আয়োজন সামনে এল তা দেশের মানুষের সব নজর কেড়ে নিয়েছে।

জামাই আদরে যেন ত্রুটি না হয়। এ তো ভারতের প্রাচীন পরম্পরা। সেদিকে নজর রেখে শ্বশুর শাশুড়ি ১৫৮ রকম পদ সাজিয়ে খেতে দেন জামাইকে।

যা দেখে জামাই একাধারে অবাক এবং উল্লসিত। ১৫৮ পদে জামাই আপ্যায়ন যে সম্ভব তা এই দম্পতি দেখিয়ে দিলেন। এতটুকু ত্রুটি রাখলেন না তাঁরা। পাশাপাশি এর মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও আপ্যায়নের উষ্ণতা প্রকাশ পেল।

১৫৮ রকম সাজানো পদের সামনে প্রথম পাতে জামাইকে ঘি ভাত দেন দম্পতি। কয়েকটি পদ খাইয়েও দেওয়া হয়। এটা ছিল সংক্রান্তির মহাভোজ। একসঙ্গে মেয়ে ও জামাই ২ জনকেই এই পদগুলি খেতে দেওয়া হয়।

সেই পদের বাহার দেখে নবদম্পতির মুখে হাসি লেগে ছিল। মেয়েও তাঁর স্বামীকে খাইয়ে দেন। অন্ধ্রপ্রদেশের এই ১৫৮ পদে জামাই আপ্যায়নের খবরটি অনেক সংবাদমাধ্যমেই আলোড়ন ফেলে দেয়। এই ছবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *