Lifestyle

গয়না নয়, পুরো পোশাকটাই সোনার, সামনে এল বিশ্বের সবচেয়ে দামি ও ভারী সোনার পোশাক

সোনার গয়না অনেকেই গড়ান। পরেনও। যদিও এখন সোনার দাম তুঙ্গে। সেখানে ছোটখাটো গয়না নয়, গোটা একটা সোনার পোশাকই তৈরি হল। সামনেও এল তার চোখ ধাঁধানো রূপ।

যদি অর্থ ব্যয়ের সামর্থ্য থাকে আর সোনার অলঙ্কারের প্রতি আকর্ষণ থাকে তাহলে অনেক মানুষই সোনার নানা ডিজাইনের গয়না কিনতে পছন্দ করেন। মহিলাদের গয়নার প্রতি আকর্ষণ নতুন করে বলার নয়। এখন তো আবার পুরুষরাও পুরুষদের নানা গয়নার প্রতি আসক্ত হয়ে পড়ছেন।

তবে অলঙ্কার এক জিনিস আর আপাদ মস্তক একটি সোনার পোশাক আর এক! সোনার পোশাক কেনা বা পরা কি মুখের কথা! সেই সোনার তৈরি পোশাক কিন্তু তৈরি হয়ে গেল। আর তা সামনেও এসে পড়ল। যা তৈরি হয়েছে সাড়ে ১০ কেজি সোনা দিয়ে। তাও আবার খাঁটি ২৪ ক্যারেট সোনা দিয়ে।

সোনার কাজে প্রকাশ পেয়েছে মধ্যপ্রাচ্যের শিল্পরীতি। অতি সূক্ষ্ম ও নজরকাড়া সোনার কাজকে আরও সুন্দর করে তুলেছে হিরে, চুনি ও পান্নার ছোঁয়া। সব মিলিয়ে এমন এক চোখ ধাঁধানো পোশাক সকলের নজর কড়ে নিয়েছে।

দুবাই শহরকে বিশ্বের অন্যতম বর্ধিষ্ণু শহর বলেই সকলে চেনেন। সেই শহরের প্রথমসারির গয়না প্রস্তুতকারী সংস্থা আল রোমাইজান। তারাই এই অভিনব পোশাক সামনে এনেছে। এটি শারজা শহরে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে দেখতে পাওয়া গিয়েছে।

পোশাকটির দাম ভারতীয় মুদ্রায় সাড়ে ৯ কোটি টাকা। এটি কেবল সোনার অলংকার শিল্পে একটা নতুন বিপ্লবের জন্ম দিল বলেই নয়, তার সঙ্গে মানুষের সামনে পোশাকের একটি নতুন ধারনাও তুলে ধরল।

অর্থ ব্যয়ের ক্ষমতা থাকলে আগামী দিনে অনেক নারীকেই এই পোশাকে সাজতে দেখা যেতে পারে। প্রসঙ্গত আল রোমাইজানের তৈরি এই সোনার পোশাক বিশ্বের সবচেয়ে ভারী সোনার পোশাকের রেকর্ড ঝুলিতে পুরেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *