Lifestyle

খালি চোখে দেখা মুশকিল, নুনের দানার মত ব্যাগ বিক্রি হয় ৫১ লক্ষ টাকায়

এ ব্যাগে করে কি টাকাকড়ি কিছু নিয়ে যাওয়া যাবে? নিদেন পক্ষে কিছু ছোটখাটো প্রয়োজনীয় জিনিস। কোনওটাই সম্ভব নয়। তাও এই ব্যাগ বিক্রি হয় ৫১ লক্ষ টাকায়।

Published by
News Desk

একটি দামি ব্যাগ হাতে নিয়ে বার হওয়া অবশ্যই সমাজের চোখে নিজের সম্ভ্রম কেড়ে নেওয়া। মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা। বিশেষত মহিলারা হাতে থাকা ব্যাগ নিয়ে যথেষ্ট সচেতন থাকেন। আর তা যদি বহুমূল্য হয় তাহলে তো কথাই নেই।

বহুমূল্য আবার নির্ভর করে কোন সংস্থার বা ব্র্যান্ডের ব্যাগ হাতে রয়েছে তার ওপর। অবশ্যই সেই দৌড়ে ব্যাগের দুনিয়ায় পৃথিবীর প্রথমসারিতে রয়েছে লুই ভিতোঁ। যাদের তৈরি ব্যাগের দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে।

সেলেব্রিটিরা এই ব্র্যান্ডের ব্যাগ হাতে রাখা পছন্দ করেন। কিন্তু ব্যাগের এই সামাজিক মর্যাদা প্রকাশের পাশাপাশি তার একটি ব্যবহারযোগ্যতাও তো থাকে।

যেখানে ব্যাগটির মধ্যে কোনও প্রয়োজনীয় জিনিস বা টাকাকড়ি নেওয়ার দরকার পড়ে। কিন্তু একসময় ৫১ লক্ষ ৭০ হাজার টাকা খরচ করে সেটা কেনা হয়েছিল এসব ব্যবহারের সুযোগ ছাড়াই।

ব্যাগটি লুই ভিতোঁ ব্র্যান্ডের তৈরি একটি অনন্য শিল্পকীর্তি। ব্যাগটি একটি নুনের দানার সমান। একটি নুনের দানা বললে সকলের কাছেই পরিস্কার হয়ে যায় যে সেটি কতটা ছোট। বলা ভাল তা খালি চোখে চট করে নজরে পড়াই মুশকিল।

৬৫৭ বাই ২২২ বাই ৭০০ মাইক্রোমিটার হল এই ব্যাগটির মাপ। ফ্লুরোসেন্ট সবুজ রংয়ের এই ব্যাগটি ছবিতে স্পষ্ট দেখা গেলেও তা খালি চোখে প্রায় দেখাই যায়না। যা বিক্রি হওয়ার সময় ৬৩ হাজার ৭৫০ ডলার দাম ছিল। যা তখন ভারতীয় মুদ্রায় ছিল ৫১ লক্ষ ৭০ হাজার টাকা।

Share
Published by
News Desk
Tags: Lifestyle