পৃথিবীর সবচেয়ে দামি শাড়ির দাম শুনলে বিশ্বাস হবেনা, যা বিক্রিও হয়েছিল
এদেশের নারী মাত্রেই শাড়ির সঙ্গে তাঁদের এক গভীর সখ্যতা গড়ে ওঠে। সেই শাড়ির বিভিন্ন দাম। বিশ্বের সবচেয়ে দামি শাড়ির দাম শুনলে অবশ্য অনেকেরই বিশ্বাস হবেনা।

ভারতীয় নারী এবং তাঁদের শাড়ি। এ এক অদৃশ্য ভালবাসা। যা চিরন্তন। প্রজন্ম বদলায়। পছন্দ বদলায়। সাজসজ্জা বদলায়, কিন্তু এ ভালবাসা বদলায়নি। ভারতের নানা প্রান্তে নানা শাড়ির কদর। সেসব শাড়ি সেখানকার বিশেষত্ব।
পশ্চিমবঙ্গে যেমন তাঁত বিখ্যাত, তেমন ওড়িশার কটকি বা বোমকাই শাড়ি। আবার তামিলনাড়ুর কাঞ্জিভরম তো উত্তরপ্রদেশের বেনারসি শাড়ি। গুজরাটের পাটোলা তো মহারাষ্ট্রের পৈঠানি শাড়ি বিখ্যাত।
এমন নানা প্রান্তের নানারকম শাড়ির বিপুল কদর। এগুলির নানারকম দামও। শাড়ির মান অনুযায়ী তার দাম নির্ধারিত হয়। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় বিশ্বের সবচেয়ে দামি শাড়িটির দাম কত ছিল, তাহলে কিন্তু অনেক মহিলাও থমকে যেতে পারেন। দামটা শুনলে বিশ্বাস নাও হতে পারে।
বিশ্বের সবচেয়ে দামি শাড়িটির নাম হল বিবাহ পাট্টু। তামিলনাড়ুর সিল্কের ওপর কাজ রয়েছে ওই শাড়িতে। ভারতের বিখ্যাত চিত্রকর রাজা রবি বর্মার আঁকা ১১টি ছবি এই শাড়িতে সুতোর কাজের মধ্যে দিয়ে ফুটে উঠেছে।
খাঁটি সিল্কের ওপর যত সুতোর কাজ রয়েছে তার সব সুতই হল সোনার, নয়তো রূপোর। সেই সঙ্গে শাড়িটি তৈরি করতে হিরে, পান্না, রুবি সহ নানা দামি পাথরের টুকরো ব্যবহার করা হয়েছে।
৩৬ জন শিল্পী দেড় বছরের পরিশ্রমে এই একটি শাড়ি তৈরি করেছিলেন। যার দাম ওঠে প্রায় ৪০ লক্ষ টাকা। ২০০৮ সালে সেটি বিক্রি হয়। বিশ্বের সবচেয়ে দামি শাড়ি হিসাবে এখনও নিজের রেকর্ড ধরে রেখেছে এই বিয়ের শাড়িটি।