কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে অফিস, প্রতীকী ছবি
বছর তিরিশ বয়স। ঝকঝকে তরতাজা যুবক। নতুন চাকরি পেয়েছেন। কাজের প্রতি যত্নবান তিনি। মন দিয়ে কাজ করেন। বেশি কথা কারও সঙ্গে বলেন না। তাঁর সহকর্মীদের ভালই লেগেছিল তাঁকে। তাঁর বসেরও। কিন্তু সমস্যা একটাই। প্রতি আধ ঘণ্টায় ওই যুবকের ফোন একবার করে বেজে ওঠে।
আর কেউ নন, তাঁর মা তাঁকে প্রতিবার ফোন করেন। কখনও জানতে চান কেমন আছেন, কখনও জানতে চান খেয়েছিলেন কিনা, কখনও জানতে চান কখন বার হচ্ছেন ইত্যাদি।
যুবক সহকর্মীদের জানান, তিনি এভাবেই বড় হয়েছেন। মায়ের কড়া নজরদারিতেই তাঁকে কাটাতে হয়। বাড়ির বাইরে থাকলে এমন আধঘণ্টা অন্তর ফোন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।
এরমধ্যেই কাজের চাপ বাড়ে। একটি কাজ সময়ে শেষ করার জন্য অফিসের সকলেই রাতে অতিরিক্ত সময় কাজ করছিলেন। স্যাম নামে ওই যুবকও সেটাই করছিলেন। সেখানেও মায়ের ফোন।
এবার আর তাঁর সঙ্গে কথা নয়। স্যামের মা সরাসরি তাঁর বসের সঙ্গে কথা বলতে চান। সেই ব্যক্তি তো স্যামের মায়ের বকুনি চুপচাপ সহ্য করলেন। তাপর স্যামকে ফোন ফেরত দিলেন।
এতদিন ওই যুবক যা পারেননি তা সেদিন করে দেখান তিনি। মাকে পাল্টা জানান, এই চাকরিটা তিনি ভাল করে করতে চান। তাঁর মা এমন চালিয়ে যেতে পারেননা। তাঁর কিছু দায়বদ্ধতা আছে। তাই অন্য সহকর্মীরাও যেমন কাজ করছেন তিনিও সেটাই করছেন।
এসব যেন এবার তাঁর মা বন্ধ করেন সেটাও সাফ জানিয়ে ফোন কেটে দেন যুবক। এতদিন যা পারেননি সেটা তিনি সেদিন করে ফেলেন। এই অভিজ্ঞতার কথা তাঁর বসই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা হুহু করে ছড়াচ্ছে।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…