চোখ ধাঁধানো গাড়ি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @experiment_king
আপাত দৃষ্টিতে একটি গাড়ি। যাকে পরিভাষায় ফ্যামিলি কার বলা হয়। বহুমূল্য গাড়িদের দলে এ গাড়ি পড়েনা। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাকে দেখতে ভিড় ৫০ লক্ষ পার করে গেছে। আর তা বেড়ে চলেছে।
একটা গাড়ির ছবি দেখতে এত মানুষের ভিড়! অবাক করা হলেও এটাই সত্যি। আর তার কারণ লুকিয়ে আছে তার সাজগোজে। কার গাড়ি তা সোশ্যাল মিডিয়ায় পরিস্কার নয়। তবে গাড়িটির সাজ মানুষের নজর কেড়ে নিয়েছে।
বহুমূল্য কোনও সাজ নয়। তবে এই সাজ সম্পূর্ণ করতে ১ টাকা নিয়ে কার্পণ্য করেনি শিল্পী মন। প্রচুর ১ টাকার কয়েন লেগেছে এই খুচরো পয়সার গাড়িকে অন্য রূপ দিতে।
গাড়িটির গায়ের রং দেখা যাচ্ছেনা। পুরো গাড়িটাই ১ টাকার কয়েন দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ব্যস এটাই এই গাড়ির বিশেষত্ব। গাড়িটি যে রাজস্থানের তা তার নম্বর প্লেট থেকেই পরিস্কার।
একটি ফাঁকা মাঠের মধ্যে গাড়িটি দাঁড়িয়ে আছে। আর তার চারধার ঘুরে একটি ছোট্ট ভিডিও ক্লিপ। এটাই মানুষের মন কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ গাড়ির নাম কেউ দিয়েছেন খুচরো পয়সার গাড়ি।
অনেকে আবার সতর্ক করে জানিয়েছেন ছোটদের থেকে এ গাড়িকে দূরে রাখতে। কেন হঠাৎ ১ টাকার এত কয়েন জোগাড় করে তা দিয়ে মুড়ে ফেলা হল গাড়ি? সে প্রশ্ন সামনে এলেও উত্তর কারও জানা নেই।