Lifestyle

সেলফি দিতে দিতে বিরক্ত, অভিনব ফন্দি আঁটলেন বিদেশিনী

ভারতে যেসব বিদেশিনীরা ঘুরতে আসেন তাঁদের অনেক সময় ভারতীয় পর্যটকদের আবদারের মুখে পড়তে হয়। সেলফির আবদার। তা থেকে মুক্তি পেতে অনন্য উপায় বার করলেন এক বিদেশিনী।

Published by
News Desk

ভারতে বিদেশি পর্যটকদের ভিড় তো লেগেই থাকে। যেসব নামকরা সমুদ্রসৈকত রয়েছে, বিশেষত গোয়ার মত সমুদ্রসৈকতে বিদেশিনীর সংখ্যা নজর কাড়ে। তাঁরা ভারতে বেড়াতে এসে নিজের মত ঘুরতে চান। উপভোগ করতে চান জায়গাকে।

কিন্তু অনেক সময় সমুদ্রসৈকতে বিদেশিনী তরুণীদের ভারতীয় পর্যটকদের আবদারের মুখতে পড়তে হয়। যাঁদের মধ্যে অধিকাংশই পুরুষ। সেলফি তোলার আবদার। ভারতে এসে ভারতীয়দের এই আবদার মেটানোর ইচ্ছা থাক বা না থাক, না করতে পারেননা বিদেশিনী তরুণীরা।

এক রাশিয়ান তরুণী এভাবেই একাধিক সমুদ্রসৈকতে সেলফি তোলার আবদারের শিকার হন। একটি সেলফি তোলার আবদার মেটাতে মেটাতে ক্লান্ত ওই তরুণী অবশেষে এক অভিনব উপায় খুঁজে বার করেছেন।

তিনি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে ঘুরছেন। তাতে লেখা আছে একটি সেলফি ১০০ টাকা। মানে তাঁর সঙ্গে সেলফি তুলতে গেলে একটি সেলফি পিছু ১০০ টাকা দিতে হবে তাঁকে।

অর্থ ব্যয় না করে সেলফি তোলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ১০০ টাকা খরচ করে এক অপরিচিত বিদেশিনীর সঙ্গে কি কেউ সেলফি তুলতে চান! সেলফি পিছু ১০০ টাকার অভিনব ভাবনায় ওই তরুণীর কাছে আবদার আসা কমেছে বটে, তবে একেবারেই যে বন্ধ হয়েছে তা কিন্তু নয়।

তবে বিদেশিনীদের কাছে একাংশের পর্যটকদের সেলফি আবদারে লাগাম দিতে নতুন রাস্তা কিন্তু দেখিয়ে দিলেন এই সুন্দরী বিদেশিনী। তাঁর এই অভিনব ভাবনার কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা ইন্টারনেটে ঝড় তোলে।

Share
Published by
News Desk
Tags: Lifestyle